July 28, 2012

নতুন উদ্যোক্তাদের জন্য রজার হ্যারোপের পরামর্শ

পেশাদার বক্তা ও লেখক রজার হ্যারোপের জন্ম যুক্তরাজ্যে। হ্যারোপ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন পদে চাকরি করেছেন। এখন তিনি ব্যবসাবিষয়ক পেশাদার বক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।
”আমি একসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাও পরিচালক হিসেবে কাজ করেছি। কিন্তু এখন আমি আমার নিজের দ্বিতীয় ক্যারিয়ার শুরু করেছি। এখানে আমি কারও হয়ে চাকরি করি না। আমার এই দ্বিতীয় ক্যারিয়ারে আমি একজন পেশাদার বক্তা। এর অংশ হিসেবে দুনিয়াজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক সভা-সম্মেলনে বক্তৃতা করে বেড়াই আমি। আমি ছোট-বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবেও কাজ করি। বিভিন্ন বিপদাপন্ন প্রতিষ্ঠানকে বিপদ বা লোকসান থেকে উদ্ধারের জন্য পরামর্শ দিই আমি। আরও ভালোভাবে বলতে গেলে, আমি আসলে সব প্রতিষ্ঠানের সব সমস্যাকে একটু অন্যভাবে পর্যবেক্ষণ করে সমাধান দেওয়ার চেষ্টা করি। আর এটা আমি করতে পারি; কারণ, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে ব্যবসা-বাণিজ্য আসলে তেমন কঠিন কিছু নয়।
যা হোক, আজ আমি নতুন উদ্যোক্তাদের (entrepreneur) জন্য ১০টি পরামর্শ দেব।

কেন আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেন না

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Howard H. Stevenson এর থেকে জেনে নিন কেন ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারছেন না।
Howard H. Stevenson হচ্ছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের Sarofim-Rock Baker Foundation Professor, Senior Associate Dean এবং Harvard Business Publishing Company board এর চেয়ারম্যান। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত হার্ভার্ড বিজনেস স্কুলের Senior Associate Dean এবং Director হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত Latin American Faculty Advisory Group এর চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তাছাড়া ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত Harvard University Resources and Planning এর Vice Provost এবং Senior Associate Provost হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে রচিত “A Perspective on Entrepreneurship” আর্টিকেলে তিনি ব্যবসায় উদ্যোগ বিষয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ কিছু ধারণা তুলে ধরেছেন। এই আর্টিকেলটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের কাছেই সারা বিশ্বে আজও খুব সমাদৃত।

ব্যবসা শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন

নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত উত্তেজনা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর হতে পারে। ব্যবসাটি এ মুহূর্তে শুরু না করলে আমি খুব বড় কিছু মিস করবো_ এ ধারণা থেকে নতুন ব্যবসায়ীরা প্রায়ই ব্যবসাটি সম্পর্কে ভালোমতো খোজ-খবর না নিয়েই বা লাভ-লোকসানের বিষয়টি সঠিকভাবে যাচাই না করেই ব্যবসায় নেমে পড়েন। এ জন্য পরে অনেককেই ভোগানন্তি পোহাতে হয়।
আপনি কি ব্যবসাটি সম্পর্কে যথেষ্ট খোজ-খবর নিয়েছেন?
# প্রতিদ্বন্দ্বিতার এ যুগে আপনার ব্যবসাটির সম্ভাব্য বাজার, ব্যবসা ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীদের অবস্থান, ব্যবসাটি পরিচালনার নাড়ি-নক্ষত্র, মোট কথা নিজস্ব মার্কেটিং পলিসি সম্পর্কে সঠিক পরিকল্পনা না করেই ব্যবসায় নামলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন।
# আবার খুব বেশি গবেষণা করলে ব্যবসাটি হয়তো আপনার করাই হবে না। তাই কিছু ঝুকি আপনাকে নিতেই হবে, তবে তা একেবারে অন্ধকারে থেকে নয়।

এটিকেট ও ম্যানার্স - সময়ের প্রয়োজনীয় একটি বই

তরুণ এবং উদীয়মান ব্যবসায়ীরা এই বইটি অবশ্যই পড়বেন
বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছুই জানা থাকতে হয় যেটা একাডেমিক ক্লাসে পড়ানো হয় না। কিন্তু এ বিষয়গুলো জানা না থাকলে বা তার প্রয়োগ না ঘটালে একাডেমিক সাফল্যও অনেক সময় ম্লান হয়ে যায়। আর বিষয়টি হলো এটিকেট অ্যান্ড ম্যানার্স। অর্থাৎ সমাজে চলার জন্য যে নিয়ম মেনে চলতে এবং যে ধরনের ব্যবহার করতে হয়। সেটা হতে পারে টাইয়ের নট বাধা কিংবা কাটা চামচের ব্যবহার। এসব বিষয় নিয়ে অনেকেরই দ্বিধা-দ্বন্দ্ব থাকে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হলেও এ বিষয়ে তেমন কোনো প্রকাশনা চোখে পড়ে না। তবে বর্তমান কর্পরেট জগতে জায়গা করে নিতে যে বিষয়গুলো একেবারে শুরুতেই জানা প্রয়োজন এমন সব বিষয় সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করে সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যান একজিকিউটিভ হ্যান্ডবুক অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স বইটি।

পেশায় কিভাবে সফল হবেন

লেখাটা পড়ুন। কাজে লাগবে। আমি কাজে লাগাতে পারিনি। তাতে কী ! আপনি তো পারতেও পারেন। পড়ুন এবং কামিয়াব হোন। সাইকোলজি টুডে পত্রিকার একটা লেখা অবলম্বনে দিলাম। দুনিয়ার তাগড়া-বাগড়া পেশাদারদের পরামর্শের সারসংক্ষেপ।
১. চাকুরি হারানো, কোম্পানি বন্ধ হওয়া, অবহেলিত হওয়া বা জ্বলেপুড়ে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, তার আগেই নতুন চাকরির সন্ধান করুন।
২. যে কোনো ব্যক্তির সঙ্গে প্রতিটি সাক্ষাৎ ও আলাপ-আলোচনাকে সাক্ষাৎকার হিসেবে দেখুন। বলা তো যায় না, কখন কোন কাজে লাগবে।
৩. নিজে যা পারেন সেটার ওপর বেশি জোর দিন। যা পারেন না তার ওপর জোর দিলে নিজের দুর্বলতাই প্রকাশ পায়।
৪. পেশাগত ক্ষেত্রে অন্তত কাজ পাগল হবেন না। হলফ করে বলতে পারি এতে কোনো সুফল আসবে না। বরং কাজের নিচে চাপা পড়ে মরবেন।

ঝুকি নেয়ার বিকল্প নেই

মাইকেল ব্লুমবার্গের জন্ম ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে। তিনি নিউইয়র্ক সিটির মেয়র। ২০০৭ সালে টাফটস ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি এ বক্তৃতা করেন।
আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে আমি পাঁচটি জিনিসের কথা উল্লেখ করব। নোট নেওয়ার দরকার নেই। কারণ, আপাতত তোমরা আর কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না! তোমাদের কেবল মন দিয়ে শুনতে হবে।
প্রথমত, তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। সেটা পছন্দের কাউকে বাইরে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেওয়া, কঠিন কোনো কোর্সে যোগ দেওয়া কিংবা বন্ধুর কাছে টাকা ধার চাওয়া—যা-ই হোক না কেন, ঝুঁকি নেওয়ার কোনো বিকল্প নেই। আমি জানি, আজকের এই দিনটিতে আসার জন্য তোমাদের এরই মধ্যে অনেক ঝুঁকি নিতে হয়েছে এবং আগামী দিনগুলোতেও এর ব্যতিক্রম হবে না।

ক্যারিয়ারের জন্য আত্মবিশ্বাসী হোন

১. বি ফোকাসড, এক প্রাচীন শিক্ষক তার ছাত্রদের তীর-ধনুক বিদ্যা শেখাচ্ছিলেন। মাঠের পাশের গাছটিতে একটি কাঠের পাখি রেখে সবাইকে বললেন, পাখির চোখটিকে তাক করতে। প্রথম শিক্ষার্থীকে তিনি জিজ্ঞাসা করলেন, কি দেখতে পাচ্ছো? সে বললো, আমি আকাশ দেখছি, গাছ দেখছি, ডালপালা দেখছি, পাখিটা দেখছি, তার চোখ দেখছি। শিক্ষক তাকে তীর ছুড়তে নিষেধ করলেন। দ্বিতীয় জনকে একই প্রশ্ন করা হলো। সে বললো, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। বেশ, ছোড়ো তীর, শিক্ষক বললেন। তীর সোজা গিয়ে লক্ষভেদ করলো। মোরাল অফ দি স্টোরি? ফোকাসড না হলে লক্ষে পৌছানো খুব কঠিন। কড়া রোদে এক খন্ড কাগজের ওপর ম্যাগনিফাইং গ্লাস ধরে অনবরত ঘোরাতে থাকুন। জ্বলবে কাগজটি? কখনোই না। কিন্তু একটি জায়গায় ফোকাস করে গ্লাসটিকে স্থির করে রাখুন। অল্প সময়ের মধ্যেই জ্বলে উঠবে কাগজটি। লক্ষে পৌছানোর জন্য ফোকাসড হওয়া এতোটাই জরুরি।

ব্যবসা প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল

ব্যবসা শুরু করা যতটা সহজ, ব্যবসাক্ষেত্রে টিকে থাকা কিন্তু ততটা সহজ নয়। এ ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মধ্য দিয়েই আপনাকে টিকে থাকতে হবে। এ জন্য প্রয়োজন কিছু কৌশল। ব্যবসার অভিজ্ঞতা বা দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে শুরুর আগেই তো আর অভিজ্ঞতা আসবে না; এ জন্য আগে শুরুটা তো হোক।
প্রথমেই চাই পরিকল্পনা
ব্যবসাক্ষেত্রে টিকে থাকতে হলে চাই সুনির্দিষ্ট পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া ব্যবসায় নামলে আপনার টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআইর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বিজনেস ওম্যান অ্যান্ড প্রফেশনালসের চেয়ারম্যান ড· মাসুদা এম রশিদ চৌধুরী বললেন, ‘প্রথমে ঠিক করতে হবে কী ধরনের ব্যবসা আপনি করতে চান,

ব্যবসায়িক প্ল্যানকে বাস্তবে রূপ দিন

বাবা মা কোন ভাবেই ব্যবসা করতে দিবে না। তারা দুজনেই চাকরিজীবি। চাকরি মানে নিরাপদ জীবন। কোন লাভ-লস এর হিসেব করতে হবে না। ৯টা -৫টা ডিউটি। মাস গেলে বেতন। টেনশন নাই। কিন্তু আমার যে এ এই খানেই প্রবল আপত্তি। আমি আবার টেনশন ছাড়া থাকতে পারি না। টেনশন না করতে পারলে আমার রাতে ঘুম হয় না। নিজেকে তখন জেলখানার বন্দি বন্দি মনে হয়।
তাহলে সমাধান?
ব্যবসা করতে হবে। ব্যবসা তে দুনিয়ার টেনশন। কি ব্যবসা করবো? যে ব্যবসার কথা ভাবি সেটাই কেউ না কেউ করছে।আর সে কি কম্পিটিশন! তার চেয়ে বড় কথা হল টাকা পাবো কই?
ব্যবসা করার আগে যে জিনিসটা মানুষের মাথায় আছে সেটা হল টাকা।
আসলে আমার এখানেও প্রবল আপত্তি টাকা কি আসল সমস্যা নাকি টাকা দিয়ে কি করবো সেই প্লানটাই আসল সমস্যা।

সফলতায় বিল গেটসের ১২ নীতি

'ব্যবসার ক্ষেত্রে যেসব ম্যানেজার ডিজিটাল জগত্‍কে আয়ত্তে আনতে পারবে তারা তুলনামূলক বেশি সুবিধা পাবে৷' _ বিল গেটস
যদি আশির দশক কোয়ালিটির হয়ে থাকে, তাহলে নব্বইয়ের দশক ছিল রিইঞ্জিনিয়ারিং এবং ২০০০-এর দশক হবে ভেলসিটির (দ্রুততা)৷ কতো তাড়াতাড়ি ব্যবসা নিজে নিজেই চালিত হবে, কিভাবে তথ্য একেক কনজিউমারের লাইফ স্টাইল বদলে দেবে এবং ব্যবসার প্রতি তাদের প্রত্যাশা কি হবে৷ কোয়ালিটি ও ব্যবসায় প্রক্রিয়ার উন্নতি ঘটবে অতি দ্রুত৷ যতো বেগের মাত্রা (ভেলসিটি) বাড়তে থাকবে ব্যবসার প্রকৃতিরও ততো পরিবর্তন হবে৷ ডিজিটাল এইজে আমরা একটি বড় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি৷ এটা মানুষের নার্ভাস সিস্টেমের মতো৷ কম্পানির এ রকম নার্ভাস সিস্টেম থাকা দরকার যেন তা অবাধে ও দক্ষতার সঙ্গে চালানো যায়, যার প্রয়োজন সে যেন খুব তাড়াতাড়ি কম্পানি সম্পর্কে মূল্যবান তথ্য জানতে পারে৷ দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও কাস্টমারের সঙ্গে যেন মিথষ্ক্রিয়া করতে পারে৷

নবীন উদ্যোক্তদের জন্য পরামর্শ - ১

উদ্যোক্তাদের জন্য Rashmi Bansal রচিত "stay Hungr stay foolsih" বইটি পড়ছিলাম আর ভাবছিলাম ইশ'! বইটির কিছু অংশ যদি অনুবাদ করতে পারতাম । ভারতের কয়েকজন সফল উদ্যোক্তা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন নবীন উদ্যোক্তাদের । বইটি অবলম্বনে কিছু পরামর্শের অনুবাদ আমি করেছি। চলুনা না জেনে নিই , কি সেই পরামর্শগুলি? আশা করি আপনাদের ভালো লাগবে ।
১) শুরু করে দিন এখনই।  ব্যবসার  পরিকল্পনা  নিয়ে অনেক বেশি সময় দেওয়ার দরকার নেই। 
২) সফল ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করুন। তাদেরকে  আপনার ব্যবসার পরিকল্পনা , লক্ষ্য এবং আইডিয়া দিয়ে আকৃষ্ট করার  মাধ্যমে  আপনার ব্যবসায় বিনিয়োগ  করার  জন্য আকৃষ্ট করার চেষ্টা করুন।
৩) একদিন অনেক অনেক   টাকার মালিক হবেন অর্থাৎ  শুধুমাত্র  অর্থ  উপার্জনই যদি আপনার ব্যবসার একমাত্র উদ্দেশ্য হয় , তাহলে আপনার ব্যবসা শুরু না করাই ভালো ।কারণ ব্যবসায়ে সফল হতে চাইলে আপনাকে দীর্ঘ কণ্টকময় পথ পাড়ি দেবার সাহস ও উদ্যম থাকতে হবে 

সততাই সাফল্যের মুল মন্ত্র - মার্থা স্টুয়ার্ট

Martha Stewart
মার্থা স্টুয়ার্ট। মার্কিন উদ্যোক্তা, লেখক ও ম্যাগাজিন প্রকাশক। রান্না, হস্তশিল্প, বাগান করা ইত্যাদি বিষয়ে বই লিখেছেন, টেলিভিশন শো করেছেন। তাঁর প্রতিষ্ঠিত মার্থা স্টুয়ার্ট লিভিং ওমনিমিডিয়া বছরে প্রায় ২৩ কোটি ডলার আয় করে।

আমার মা-বাবা দুজনই শিক্ষক। আমার স্কুলের দুজন শিক্ষকও আমাকে দারুণ অনুপ্রাণিত করতেন। সে সময় আমি শিক্ষকই হতে চাইতাম। কলেজে আমি নানা বিষয়ে জানলাম। স্টক মার্কেট আমাকে খুব আকৃষ্ট করে।
স্টক ব্রোকার হয়েছিলাম আমি। এখন আমি চাই নানা বিষয়ে জানা একজন মানুষ হতে, নতুন নতুন বিষয় শিখে সবাইকে যাতে শেখাতে পারি। এখন আমি তা-ই করছি। তাই আমি মনে করি, আমি একজন শিক্ষক। মায়ের ৮০তম জন্মদিনে আমার এক শিক্ষকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি যেন একেকটা ছোটখাটো শক্তির উৎস। তাঁর নিজের সন্তান ছিল না, তাতে কিন্তু তাঁর ভালোবাসার কমতি হয়নি।

নতুন ব্যবসায়ীদের জন্যে মার্কেটিংয়ের কিছু টিপস

আপনি নতুন একটি বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা যখন কনসালটান্ট হিসেবে নিজের বিজনেসের নতুন শাখা খুলতে যাবেন, ব্যয়ের কথা না উল্লেখ করলেও আপনার প্রডাক্ট ও সার্ভিসগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সে ক্ষেত্রে নিচে কিছু সহজ টিপস দেয়া হলো:
স্বাচ্ছন্দ্যপূর্ণ ট্যাকটিকস
সম্ভাবনাকে ফুটিয়ে তুলুন : কারো মনে বিরক্তির কারণ হয়ে দাড়ায় এমন কোনো কাজ কখনো করবেন না। তার পরিবর্তে আপনার অতীত কাজের স্যাম্পলসহ সংক্ষিপ্ত, টাইট ও মনোমুগ্ধকর পরিচিতিমূলক একটি চিঠি পাঠান। এছাড়া ই-মেইল বা ফোন কল দ্বারাও অনুসরণ করতে থাকুন।

সাফল্যর ১০ মন্ত্র

আমরা প্রায়শই একটা কথা শুনতে পাই- ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’ আসলে সৌভাগ্য আর সাফল্য যেটাই বলি না কেন, পরিশ্রমের সাথে সাথে জানতে হয় সফলতার কিছু কৌশল। যা অনুসরণে নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারেন সাফল্যের স্বর্ণশিখরে।
জ্ঞানী ব্যক্তিবর্গের মতে, অধ্যাবসায়কে সুহৃদ, অভিজ্ঞতাকে বিজ্ঞ মন্ত্রনাদাতা, আত্মবিশ্বাস আর সীমাহীন স্বপ্ন যদি পথচলার সাথী হয় তাহলে সাফল্য সুনশ্চিত। তবে সাফল্য লাভের জন্য প্রয়োজন সঠিক প্রচেষ্টা। মানুষের সঠিক প্রচেষ্টা আর কিছু সাধারণ কৌশল এনে দিতে পারে সফলতা।

July 27, 2012

কিভাবে নিজেক স্মরণীয় করে রাখবে - এপিজে আবুল কালাম

চারোতার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। আমি অভিবাদন জানাচ্ছি স্নাতকদের, তাদের শিক্ষাগত শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। আরও অভিনন্দন জানাই তাঁদের শিক্ষকদের, যাঁরা এই তরুণ আত্মাগুলোকে পরিপূর্ণ করে তুলেছেন।
‘অসাধারণ গবেষণা একটি বিশ্ববিদ্যালয়কে মহৎ করে তোলে’—এ বিষয়ে আজ আমি আমার কিছু অভিমত তুলে ধরব।
তৃতীয় বর্ষে বৈমানিক প্রকৌশলবিদ্যা পড়ার সময় পাঁচজন সহপাঠী নিয়ে আমার ওপর দায়িত্ব দেওয়া হলো একটি নিম্নস্তরবর্তী আঘাত হানার ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানের নকশা তৈরি করার। সিস্টেম নকশা প্রণয়ন এবং সমন্বয় সাধনের গুরুদায়িত্ব আমার। প্রকল্পটির আনুষঙ্গিক, বিমানের গতির হিসাব এবং কাঠামোগত নকশাও আমাকে দেখতে হবে।

উদ্যোক্তা হতে চাও? ক্যামেরন হ্যারল্ড

খ্যাতিমান উদ্যোক্তা ক্যামেরন হ্যারল্ডের জন্ম কানাডায়। মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথম ব্যবসা শুরু করেন। বিভিন্ন দেশে নতুন উদ্যোক্তাদের তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। ২০১০ সালের মার্চ মাসে কানাডার এডমন্টনে টিইডির একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে আমি সবচেয়ে মাথামোটা! কারণ, আমি ভালোভাবে স্কুলই পাস করতে পারিনি। কিন্তু ছোটবেলাতেই বুঝতে পেরেছিলাম, আমি ব্যবসা বেশ ভালো বুঝি আর বড় হয়ে আমি উদ্যোক্তা হতে চাই।
ছোটবেলায় আমাদের অজস্র স্বপ্ন থাকে, শখ থাকে, জীবনে অনেক কিছু করার প্রবল ইচ্ছে থাকে। আর যখন আমরা বড় হয়ে যাই, আস্তে আস্তে সেসব স্বপ্ন বিবর্ণ হতে হতে মিলিয়ে যায়। আমাদের শুধু বলা হয়, পড়াশোনা করতে হবে, আরও অনেক পড়তে হবে প্রতিদিন, আরও মনোযোগী হতে হবে, আরও একজন শিক্ষকের কাছ প্রাইভেট পড়তে হবে!

সঠিক চিন্তা আর সফল উদ্যোগ

ব্যবসার পূর্বশর্ত হচ্ছে পুঁজি, সেই ব্যবসা সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং ব্যবসার ধরন। এই তিনটি বিষয় যখন এক মেরুতে এসে দাঁড়ায়, তখনই ব্যবসাটি সফলতার মুখ দেখবে বলে আমি বিশ্বাস করি। একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের মতো দেশে নতুন ব্যবসা শুরু করার পেছনে সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি সম্ভাবনাও রয়েছে একই মাত্রায়। যে লোকটি ব্যবসা শুরু করতে চায়, প্রথমে তার প্রয়োজন পুঁজি। উন্নত বিশ্বের দেশগুলোতে দেখা যায়, আপনার পুঁজি নেই কিন্তু ব্যবসার ধরনটি নতুন এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারবে, তখন অনেক প্রতিষ্ঠান রয়েছে পুঁজি দিয়ে সাহায্য করার মতো। এটাকে উন্নত বিশ্বে 'আইডিয়া ল্যাব' বলে। বাংলাদেশে আমার জানা মতে এভাবে ব্যবসা শুরু করার নজির হাতেগোনা দু'একটি মাত্র।প্রতিটি নতুন ব্যবসা শুরু করতে গিয়ে লোকসানের বিষয়টি সবার আগে চলে আসে। মুদ্রার দু'পিঠের মতো ব্যবসার লাভ ও লোকসান রয়েছে।

ইশতেহার

চাকরি খুঁজব না চাকরি দেবো - ইশতেহার
ট্যাগ লাইন - পথে নামলেই কেবল পথ চেনা যায়।
[সবার জন্য : এটি এই গ্রুপের ইশতেহার। এই ইশতেহারটি পরিবর্তনশীল। তবে, চট করে পরিবর্তন না করে কোন পরিবর্তনের দরকার হলে তা সবাই মিলে আলোচনা করে ঠিক করলে ভাল হবে]
{ইশতেহারটি আমি, মুনির হাসান, লিখেছিলাম পত্রিকার নিবন্ধ আবারে। উত্তম পুরুষে লেখা। এটিকে সার্বজনীন্ও করতে হবে। আশা করি হয়ে যাবে।}
আশির দশকের কথা। আমরা যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন আমাদের একটি বিশেষ বিনোদন ছিল খাওয়াদাওয়া। সেটি চায়নিজ, হাজির বিরিয়ানি বা নীরবের ভাজি-ভর্তা। টিউশনির টাকা, পত্রিকায় লেখার বিল বা বৃত্তির টাকা—অবধারিতভাবে আমাদের গন্তব্য কোনো রেস্টুরেন্ট। হিজ হিজ হুজ হুজ। এসবের মধ্যে আমাদেরই এক বন্ধু ১০০ টাকা জমলে একটি টেলিফোনের জন্য দরখাস্ত করত।

গুরুত্বপূর্ণ এডমিন নোটিশ

আমাদের গ্রুপের নীতিমালা অনুযায়ী এখন থেকে গ্রুপে কোনো ধরনের ক্রয় বিক্রয় সংক্রান্ত পোষ্ট দেয়া যাবে না। নীতিমালার বিপনন এবং মার্কেটিং অংশটি নিন্মরূপঃ
৬. বিপনন/ মার্কেটিং
৬.১ প্রত্যেক উদ্যোক্তা ইচ্ছে করলে তার পণ্য বা সেবা সম্পর্কে জানাতে পারবেন তবে সেটি কোনভাবে গ্রুপের মূল উদ্দেশ্যকে ব্যহত করবে না। অর্থাৎ তার ব্যাপারটি জানানোর উদ্দেশ্য হবে তার উদ্যোগটি সম্পর্কে অন্যরা জেনে নিজেরা উৎসাহিত হবে।
৬.২ এটি বেচাকেনার গ্রুপ নয়। কাজে "আমি ডলার বিক্রি করতে চাই", "আমার দোকানের কিছু বালতি বিক্রি করবো কে কে কিনবেন" এ জাতীয় পোস্ট দেওয়া যাবে না। গ্রুপকে ওয়েবস্টোর বানানো যাবে না।
এমত অবস্থায় কেউ যদি তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে গ্রুপে মার্কেটিং করতে চান তাহলে তিনি তার ব্যবসার প্রকার, পন্য ও সেবার ধরন এবং তার সাথে যোগাযোগের পূর্ণ ঠিকানা, ফোন নং, মেইল এড্রেস, ওয়েব এড্রেস ইত্যাদি সহ একটি পোষ্ট দিতে পারবেন। এবং বারবার একই ধরনের পোষ্টের পুনরাবৃত্তি করা যাবে না। [প্রয়োজনে আপনার পোষ্টের লিংকটি সংরক্ষন করে রাখুন। পরে কেউ চাইলে যেন তাকে সহায়তা করা যায় অথবা ডক আকারে পোষ্ট করুন]
এবং এই ধরনের মার্কেটিং পোষ্টে কেউ (খুব প্রয়োজন ছাড়া) কমেন্ট না করে প্রদত্ত কনটাক্ট ডিটেইলসে আপনার প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে হবে।
আজ থেকে এই নীতিমালার বাইরের পোষ্টগুলো ডিলিট করা হবে এবং পরপর ২ বার কেউ এই ধরনের পোষ্ট দিলে তাকে সরাসরি ব্যান করা হবে।
সবাইকে সহযোগীতা করার জন্যে আহবান জানানো যাচ্ছে।
সবাইকে ধন্যবাদ।

গ্রুপের ১ম আন অফিসিয়াল গেট টুগেদার প্রোগ্রামে আলোচিত বিষয়সূহের সামারি

সাজ্জাত হোসেনঃ

২৪ তারিখ, ২০১২, শুক্রবার।

[আমি গুছিয়ে কিছু লিখতে পারি না। যে সব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সেগুলোর মধ্যে যা যা মনে পড়ছে তাই সরাসরি লিখে দিলাম। পরবর্তীতে আরো কিছু মনে পড়লে এডিট করে দিব। এ রকম দায়সাড়া কর্মকান্ডের জন্যে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী]
১) গ্রুপের সদস্য সংখ্যা হিসেব করে উদ্যোগ গ্রহণের চিন্তা করলে চলবে না। অনেক সদস্য মানেই অনেক মত, অনেক পথ এবং যার যার কাজে তার তার ব্যস্ততা ! অতএব, যারা সত্যিকার অর্থেই উদ্যোগতা হতে আগ্রহী তারা সম্মিলিত ভাবে যদি সম্ভব হয় তবে ভালো নয়তো এককভাবে হলেও কোন না কোনো উদ্যোগ শুরু করতে হবে।

আসুন এই গ্রুপ থেকেই হয়ে যাক একটি উদ্যোগের বাস্তবায়ন।

কৈফিয়তঃ
আমাদের বিজনেস প্ল্যান প্রকাশ করার মত অবস্থায় প্রস্তুত আছে কিন্তু পুঁজি সংগ্রহের পদ্ধতি নিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হতে পারে বলে ধারনা করছি তাই সমস্যাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে বরং সবার সামনে নিয়ে আসাটাকেই বাস্তবিক মনে করছি।
আমরা মুলত চাচ্ছি আমাদের এই উদ্যোগে কোন প্রকার কালিমার প্রলেপ না লাগুক।

মেইড ইন বাংলাদেশ, বিআরবির সাফল্য ও আমাদের অনুপ্রেরণা

মাজেদুল মোরশেদ
কয়েক দিন আগে আমি আর রাকিব, বাজারে গেলাম আমাদের বাড়ীর জন্য কাট আউট কিনতে। আগের কাট আউটটা অল্প লোডেই পুড়ে যায়। তাই দোকানে গিয়ে ভাল মানের কাট-আউট চাওয়ায়, আমাদেরকে একটা ৯০ টাকা দামের ৩২ এ্যাম্পিয়ারের কাট আউট দেখাল । মাত্র ২০/৩০ গ্রাম তামা আর চিনামাটির তৈরি একটি জিনিসের দাম ৯০ টাকা ব্যাপারটা আমার কাছে বেশ অস্বাভাবিক মনে হলো। দেখলাম কাট আউটের গায়ে মেইড ইন চায়না লেখা । বাংলাদেশী কোন ভাল মানের কাট আউট আছে কিনা?  জিজ্ঞাসা করায়, তিনি বললেন-"বাংলাদেশে কোন ভাল মানের কাট আউট তৈরি হয় না", আমি ভাবলাম তার কাছে মনে হয় বাংলাদেশে তৈরি ভাল মানের কোন কাট আউট নেই। তাই পাশের দোকানে গেলাম, সেখানে গিয়েও ভাল মানের কাট আউট চাওয়াতে তিনি ইন্ডিয়ান একটা  ৯৫ টাকা দামের কাট আউট দেখালেন।

July 25, 2012

আত্মপ্রত্যয়ী এক নারী উদ্যোক্তার গল্প

সাজ্জাত হোসেন
শিরীন দত্ত, উদ্যোক্তা, এএসকে হ্যান্ডিক্র্যাফটস লিমিটেড বাংলাদেশের হ্যান্ডিক্রাফট রপ্তানিতে 'এএসকে হ্যান্ডিক্রাফট লিমিটেড' প্রথম অবস্থানে আছে। একথাটা শুনে অবাক হওয়ার মতো কিছু নেই হয়তো। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্ণধার একজন নারী তা শুনে কারো কারো চোখ কপালে উঠতে পারে। হ্যাঁ; শিরীন দত্ত প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ণ রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানটি। আমেরিকা, ব্রিটেন, চায়না, অস্ট্রিয়াসহ বিশ্বের অনেক দেশে রয়েছে আমাদের হাতে তৈরি পণ্যের বিরাট বাজার। আর এই ক্ষেত্রটিতে শিরীনের আছে জনপ্রিয় ও সফল পদচারণা। আমাদের আদি শিল্পের বর্তমান অবস্থা নিজের সংগ্রাম আর সাফল্যগাথা উঠে এসেছে প্রতিবেদনে। ক্ষেত্রটি বেছে নিলেন যে কারণে বাবা ফরেন মিনিস্ট্রিতে ছিলেন স্বাধীনতার পর নিজ দেশে পালিয়ে আসতে হয়েছিল। ছোটবেলা থেকেই দেখে এসেছেন বাবা গ্রামের লোকদের ভয় পান। যদিও তিনি সাতক্ষীরার এক গ্রামেরই মানুষ তারপরও ভাবেন তারা শহরের মানুষদের আপন করতে পারে না। বাবার এই ধারণা পালটে দেয়ার শপথ নেন তিনি। চ্যালেঞ্জ এ ধারণা ভুল প্রমাণ করতে হবে।

সুমাইয়া কাজি এর সাক্ষাৎকার

শাহজাহান জুয়েল ও সাজ্জাত হোসেন
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া কাজির সাক্ষাৎকার ছাপা হয়েছিল "প্রথম আলো" তে। অনলাইন সাক্ষাৎকারটি নিয়েছিলেন মুনির হাসান ও নুরুন্নবী চৌধুরী। প্রথম আলো থেকে ওখানে doc হিসেবে সংযোজন করা হল। প্রশ্নঃ রয়টার্সের স্বীকৃতির পর আপনার অনুভূতি কী? সুমাইয়া কাজিঃ স্বীকৃতি পাওয়া অবশ্যই দারুণ একটা ব্যাপার। এ ছাড়া তরুণ প্রজন্মের মধ্যে এটা একটা দারুণ সাড়া ফেলে যে তাদের মতোই একজন এ সফলতা অর্জন করেছে। বিশেষ করে একজন তরুণ বাংলাদেশি নারী হিসেবে এমন সফলতা পেয়েছি, যা সত্যিই অনেক ভালো লাগার বিষয়।
প্রশ্নঃ বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? সুমাইয়া কাজিঃআমার ইচ্ছা আছে সুমাজি ডট কম নিয়ে বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করার। সুমাজি ডট কম বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, যাতে করে সাধারণ মানুষ নিজেদের নেটওয়ার্কের মধ্যে আসতে পারে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পরস্পরকে সাহায্য করতে পারে। এটি অলাভজনক সংগঠন, শিক্ষা, চাকরিসহ নানা ক্ষেত্রে কাজে লাগবে। আমি বাংলাদেশের তরুণদের সঙ্গে নিজের গল্প ও অভিজ্ঞতা বিনিময় করতে চাই। আশা করি এর মাধ্যমে বাংলাদেশের তরুণেরা নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে অনুপ্রেরণা পাবে

কোকাকোলার মজার ইতিহাস

সিদ্দ্বার্থ লিমন পৃথিবীতে বিভিন্ন ধরনের বেভারেজ ড্রিংক আছে।  আমরা  কয়টিরই বা নাম জানি। কিন্তু কোকাকোলার নাম শুনেনি এমন লোক  হয়ত খুব কমই আছে। যুগ যুগ ধরে তুমুল জনপ্রিয়তার কারনে কোকাকোলা আজ এমন একটি ব্রান্ডে পরিণত হয়েছে যে আপ্ নি চাইলেই কোকাকোলা শব্দ টি ভুলতে পারবেননা। আমরা প্রুতিদিন হরহামেশাই কোক পান করছি কিন্তু  এটির আবিষ্কার কিভাবে, ক খন  ,কোথায় হয়েছিল? কে এর আবিষ্কারক? তা কি আমরা জানি? এর পিছনে একটি মজার ইতিহাস আছে। John S. Pemberton নামে এক রসায়নবিদ ১৮৮৬ সালে এক ধরনের সিরাপ আবিষ্কার করেন। তারপর তিনি এক জগ সিরাপ  তার বাসা থেকে ৫-৬ হাত দূরে  Jacob's Pharmacy নামে এক দোকানে নিয়ে যান।
এবং তিনি দাবি   করেছিলেন যে এটি মাথা ব্যথার টনিক হিসেবে ভালোকাজ করে।

July 24, 2012

ইভেন্ট ম্যানেজমেন্টে সফল উদ্যেক্তা আনিকা আজম

সিদ্দ্বার্থ লিমন
ব্যান্ড বাজা বারাত সিনেমার আনুশকা  শর্মা  এবং রণবীর সিং এর কথা নিশ্চয়  মনে আছে । দুজন তুরণ- তরুণী কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্টে সফল  হয়েছিল –এই ছিল সিনেমার গল্পটি। যারা সিনেমাটি দেখেছেন , তারা হয়তোবা  মনে মনে ভেবেছেন-ইস আমিও যদি তাদের মত সফল হতে পারতাম। আপনি সফল হতে  পেরেছেন কিনা জানিনা , তবে KRI Events এর সহ উদ্যোক্তা এবং ম্যানেজিং ডাইরেক্টর আনিকা আজম সফল  হয়েছেন ।

২৭ বছর বয়সী আনিকা আজম নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন করেছেন। অন্য সবার মত পড়াশোনা শেষে  তিনি শেভ্রন কোম্পানিতে যোগদান করেন। কিন্তু এক বছর হতে না হতে চাকরি ছেড়ে দেন।  নিজের স্বপ্ন গুলিকে বাস্তবে রুপ দেওয়ার জন্য । বন্ধুরা তার এই  সিদ্ধান্তের কঠোর  সমালোচনা করেন।

উদ্যোক্তা - আরজিনা আক্তার

সিদ্দ্বার্থ লিমন

পাবনার চাটমোহর উপজেলার মোস্তালিপুর গ্রামটি বাংলাদেশের  অন্য আর দশটি গ্রামের চেয়ে একটু  আলাদা। অন্যান্য গ্রামের মহিলারা যখন নিজেদের মাঝে ঝগড়া-বিবাদ; কোলাহল এবং  পরচর্চা নিয়ে ব্যস্ত  ঠিক তখনি এই গ্রামের  দারিদ্র, অসহায় ও অভাব পীড়িত নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি তাদেরই গ্রামে  প্রতিষ্ঠিত ছোট একটি ফ্যাক্টরিতে কাজ করে বাড়তি কিছু আয়  করছে। এইসব দারিদ্র ,অভাব ও অসহায় পীড়িত নারীদের জীবন যিনি বদলে দিয়েছেন তিনি আরজিনা আক্তার খুশি।
আরজিনা আক্তার খুশি। তার স্বামী গাজীপুরের একটি ফ্যাক্টরিতে কাজ করত।  ঐ ফ্যাক্টরিতে  তৈরি করা হয় পরচুলা (WIG) । আলগা ও

প্র জ ন্মে র এ ক জ ন : মিস ও অ্যান্ড ফ্রেন্ডস


সাজ্জাত হোসেন

লতি বাজারে ফ্যাশন ম্যাগাজিন ইন্ডাস্ট্রি অনেক বড় ব্যবসা বলা চলে। এর মাঝে হঠাত্ করে আসা ‘মিস ও অ্যান্ড ফ্রেন্ডস’ নামের ম্যাগাজিনমূলক সাইটটি এত জনপ্রিয় হয়ে উঠবে সেটা কেউ কল্পনাই করতে পারেনি। এই ম্যাগাজিনের প্রথম সংস্করণ বুকস্টোর শেলফ নিয়ে আসে আমেরিকান বাজারে। এ ম্যাগাজিন সম্পর্কে আরো মজার একটা তথ্য হলো, এই ম্যাগাজিনের সৃষ্টির পেছনে রয়েছেন যিনি, তিনি কোনো সাংবাদিক নন, কিংবা পাবলিশিংয়ের উপর তার কোনো ডিগ্রিও করা নেই। মার্কেটিং সম্পর্কে  কিছুই বোঝেন না তিনি। তার শুধু আছে ফ্যাশন জগতটাকে ঘিরে তীব্র একটা আগ্রহ। এই ম্যাগাজিনবিষয়ক সাইটির জন্ম দিয়েছেন ২২ বছর বয়সী জুলিয়েট।

জুলিয়েট মাত্র ২০ বছর বয়সে ব্যবসার জগতে পথচলা শুরু করেন মিস ও অ্যান্ড ফ্রেন্ডস নামের একটি সাইটের হাত ধরে। তিনি সেই সময় ওয়াশিংটনের সেন্ট লুইস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তিনি তার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করতেন। একবার এক ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে তারা গিফট কিনতে গিয়েছিলেন। পছন্দ করেছিলেন বারবি পুতুলগুলো। সেখান থেকেই মূলত এই সাইটের আইডিয়া আসে তার মাথায়। বারবি পুতুলের

বিখ্যাত কফি হাউজ স্টার বাকস এর ইতিহাস

সিদ্দ্বার্থ লিমন
মান্নাদের সেই বিখ্যাত গান- “ কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই , আজ আর নেই ‘’- আপনি নিশ্চয় শুনেছেন। কিন্তু অ্যামেরিকার  বিখ্যাত  কফি হাউজ স্টারবাকস এর নাম শুনেছেন কি? বিশ্বাস করুন আর নাই করুন ,অ্যামেরিকার  বিখ্যাত  কফি হাউজ স্টারবাকস এর প্রায় ১৯৫৫৫ টি স্টোর আছে পৃথিবীর ৫৮ টি দেশ জুড়ে। খোদ আমেরিকাতেই ১২৮১১ , কানাডায় ১২৪৮, জাপানে ৯৬৫, ইংল্যান্ডে ৭৬৬ , চীনে ৫৮০ এবং দক্ষিণ কোরিয়ায় ৪২০ টি শাখা আছে স্টার বাকসের। আর এই সব শাখায় কাজ করছে প্রায় ১,৪৯,০০০ কর্মী।  বর্তমানে তারা drip brewed coffee,  espresso বেসড গরম পানীয়, অন্যান্য ঠাণ্ডা ও গরম পানীয় , কফি বীন, সালাদ,স্ন্যাকস সহ কফি পান করার মগ , যন্ত্রপাতি বিক্রি করছে।  তথ্যগুলি রূপকথার মত শুনালেও আসলেই তা কিন্তু সত্য।  স্টারবাকস কি রাতারাতি এই সফলতা পেয়েছে? মোটেই না। আসলে স্টারবাকসের শুরুটা হয়েছিল কিভাবে, কখন , কোথায় ? কিভাবে তারা সারা বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠলো? আসুন , তা জানার চেষ্টা করি।

মহাদেবপুরের টুপি এখন মধ্যপ্রাচ্যে

সাজ্জাত হোসেইন

সংসারের কাজকর্মের পর অবসর সময়ে টুপি তৈরি করে বাড়তি আয় করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের শতাধিক নারী। আগে যে পরিবারগুলো শুধু পুরুষ সদস্যদের আয়ের ওপর নির্ভরশীল ছিল, সে পরিবারের মেয়েরা এখন টুপি সেলাইয়ের মাধ্যমে বাড়তি আয় করে সংসারে এনেছেন সচ্ছলতা। আর মহাজনরা এ টুপি দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করছেন।নওগাঁ জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সেখান থেকেও ৫ কিলোমিটার দূরত্বে শিবরামপুর গ্রাম। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার শিবরামপুর গ্রামের দক্ষিণপাড়ায় বাড়ি বাড়ি চলছে টুপি তৈরির কাজ। এখানে প্রায় ১০০ পরিবারের নারী সদস্যরা টুপি তৈরির সঙ্গে জড়িত রয়েছেন।

এখানকার টুপির কারিগর তানজিমা বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি অবসর সময়ে টুপি তৈরি করে প্রতিমাসে ৮০০ থেকে ৯০০ টাকা আয় করছেন। শুধু তানজিমা নন, জোসনা, মারিয়া, মুক্তা, মাসুদাসহ এখানকার শতাধিক গৃহবধূ টুপি তৈরি করে প্রতিমাসে বাড়তি আয়ের মাধ্যমে সংসারের ব্যয় মেটাচ্ছেন। এলাকার অনেক ছাত্রীও এখন

খান একাডেমি

রাফ এন্ড টাফ

স্টিভ জবসের সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতার মত  আমাদের সালমান খানের  এই বক্তৃতা ও সবার মাঝে ছড়িয়ে যেতে সময় লাগবেনা । বাংলাদেশি বংশোদ্ভূত  সালমান খানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। সম্প্রতি টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন সালমান। ১০ মে ২০১২ রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বক্তৃতা দেন। বক্তৃতাটির ভাষান্তর।
আজ এখানে বক্তৃতা দিতে পারা আমার জন্য সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি যে, এখানে দাঁড়ানোয় ৩৫ বছরের নিজেকে তোমাদের তুলনায় অনেক বয়স্ক দেখাচ্ছে! কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে, আমি যেন আমার ছোট ভাইবোনদের কিছু বলতে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই। এমন কিছু ব্যাপার, যা নিয়ে আমি স্বপ্ন দেখি, দেখতাম এবং এখনো দেখছি। কিছুক্ষণের মধ্যেই তোমরা একটি বড় ডিগ্রি অর্জন করতে যাচ্ছো। নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মান। এই

ব্যবসায় স্বীকৃতি এবং একজন লতিফুর রহমান

সাজ্জাত হোসেন
‘১৯৭৪ সালের কথা। তখন আমার হাতে নগদ টাকা ছিল না। কিন্তু চা কিনতে হলে টাকা লাগবে। নেদারল্যান্ডসের রটারডাম-ভিত্তিক ভ্যান রিস তখন বিশ্বে চা সরবরাহকারীদের মধ্যে সেরা কোম্পানি। নানা দেশ থেকে চা কিনে তারা সরবরাহ করে। বাংলাদেশে তাদের হয়ে চা কেনার কাজটি পেলাম। আমাদের পাটকলের একটা হিসাব ছিল উত্তরা ব্যাংকের সঙ্গে। ব্যাংকের কাছে চাইলাম ৫০ লাখ টাকার ঋণ। মেজবাহ উদ্দীন সাহেব তখন উত্তরা ব্যাংকের মুখ্য ব্যবস্থাপক। তিনি ঋণের ব্যবস্থা করে দিলেন, কিন্তু ঋণের মার্জিন ২০ শতাংশ। এর অর্থ হলো আমার নিজের থাকতে হবে ১০ লাখ টাকা। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ঋণের প্রস্তাবটি গেল ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে। উত্তরা ব্যাংকের এমডি তখন মুশফিকুর সালেহীন। ‘অনেক নামকরা মানুষ। তিনি আমার বাবাকে চিনতেন। বাবা কেমন আছেন জানতে চাইলেন। উঠল মার্জিনের প্রসঙ্গটি। সালেহীন সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, মার্জিন ১০ শতাংশ থাকুক।
‘আমার তো তখন চরম আর্থিক সংকট। তাই আমি বললাম, আমার কাছে টাকা নেই। আমি ১০ শতাংশ মার্জিন দিতে

"বায়িং ব্যবসা" এ দেশে উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলেছে

সাজ্জাত হোসেন
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই পোশাকের চাহিদা অনেক বেশি। আমাদের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে পোশাক রয়েছে দ্বিতীয় অবস্থানে। খাদ্যের পরেই পোশাকের চাহিদা। এ পোশাক শিল্পে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে দেশের প্রধান রপ্তানি আয় হয় পোশাক খাত থেকে। এ সেক্টরের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষ। এ পোশাক শিল্পে আবার দুটি ভাগ রয়েছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরি অন্যটি বায়িং হাউস। বায়িং হাউসগুলোর কাজ হলো বিদেশি আমদানিকারকদের কাছ থেকে কমিশনের বিনিময়ে অর্ডার এনে তা দেশের ফ্যাক্টরিগুলোতে দেয়া এবং সময়মতো সেই পোশাক আমদানিকারকদের পৌঁছে দেয়া। আমাদের আজকের সাফল্যের গল্পে বায়িং ব্যবসায় সফল হয়েছেন এমন দুজন ব্যক্তি মোক্তার হোসেন জাহাঙ্গীর এমডি; ফ্যাশন এক্সপ্রেস ও মোঃ মমিনুল হক একজিকিউটিভ ডিরেক্টর; ফারইস্ট টেক্সটাইল অ্যান্ড ক্লোদিংয়ের সঙ্গে কথা বলে লিখেছেন সাইফুল ইসলাম শান্ত।
মোক্তার হোসেন জাহাঙ্গীর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ইতালিতে যান। বাবার কন্সট্রাকশন ব্যবসা ছিল তার পরও ১৯৮৩ সালের দিকে একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেন। কিন্তু উপযুক্ত জনবল ও অভিজ্ঞতা না

উন্নতির ১০ গতি

আসিফ রনি
অফিসের সবাই পরিশ্রম করছে। তাহলে প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে না কেন? ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন অবস্থায় চোখ রাখুন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে
এক : বুদ্ধিদীপ্ত পরিশ্রম
পরিশ্রম উন্নতির চাবিকাঠি। একসময় এই মূলমন্ত্রে জীবন এগিয়ে চলত। সময় পরিবর্তন হয়েছে। এখন শুধু পরিশ্রম উন্নতি নিশ্চিত করতে পারছে না। চাই 'বুদ্ধিদীপ্ত পরিশ্রম'। বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করা দরকার, যাতে অল্প পরিশ্রমে বেশি অর্জন সম্ভব হয়। খেয়াল করুন, একে একে সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি, তাঁরা কিভাবে পরিশ্রম করছেন। 
দুই : সামগ্রিক লক্ষ্য
 প্রতিষ্ঠানে ব্যক্তিগত লক্ষ্য বলে কিছু নেই। প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনই সবার উদ্দেশ্য। গবেষণায় দেখা গেছে, বর্তমানে নানামুখী কর্মযজ্ঞে প্রতিষ্ঠানের বেশির ভাগ কর্মকর্তাই জানেন না, কী উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান এগিয়ে চলছে। একেকজনের উদ্দেশ্য একেক দিকে। খেয়াল করুন, সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে পরিশ্রম করছে কি না।

গ্রুপের নীতিমালা ১.০

রিফাত আহসান শুভ, সাজ্জাত হোসেইন, শরীফ সরকার, মুনীর হাসান
গ্রুপের নীতিমালা ১. সদস্য
১.১ গ্রুপের কাজকর্মের প্রতি আস্থা আছে এমন যে কেহ এই গ্রুপের সদস্য হতে পারবে। এজন্য গ্রুপে জয়নিং রিকোয়েস্ট পাঠাতে হবে। ১.২ কাজকর্মের প্রতি আস্থা বলতে গ্রুপের ইশতেহারে বর্ণিত বিষয়াবলী বোঝাবে। ১.৩ এই গ্রুপ সকল ব্যবহারকারীর মর্যাদা রক্ষা করবে এবং ফেসবুকীয় আদব কায়দা মেনে চলবে। সে কারণে কোন সদস্য অন্য কাউকে ADD করবেন ন। যাকে এড করার দরকার তাকে ইনভাইটেশন পাঠাবেন।
২. সদস্যদের প্রাথমিক করনীয়
২.১ এই গ্রুপের একটি ইশতেহার আছে। যোগদানের পর প্রথমে সেই ইশতেহার পড়ে নিতে হবে। কারণ সেখানে এই গ্রুপের মূল লক্ষ্য এবং কাজের পদ্ধতি ইত্যাদি বলা আছে।
৩. পোস্টিং
৩.১ গ্রুপের সঙ্গে সম্পর্কিত যে কোন বিষয়ে পোস্ট করা যাবে। নিচের বিষয়গুলোকে গ্রুপের সঙ্গে সম্পর্কিত বলা যাবে- ক. ব্যবসা উদ্যোগ শুরু ও এর বিকাশের সঙ্গে জড়িত সব কিছু,

কোম্পানির নাম নিবন্ধনের ধাপ সমূহ

মোঃ মুস্তাফিজুর রহমান বাংলাদেশে কোম্পানি নিবন্ধন দেওয়া হয় জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস অফিস থেকে । কোম্পানি নিবন্ধন করতে চাইলে প্রথমে দেখে নিতে হবে , আপনার পছন্দের নাম আগে থেকেই অন্য কারো দ্বারা নিবন্ধিত কি না? এ জন্য আপনি http://www.roc.gov.bd:7781/ এই ওয়েবসাইট থেকে নাম চেক করে নিতে পারেন ।
আপনি চাইলে অনলাইনে ও আবেদন করতে পারেন http://www.roc.gov.bd এর মাধ্যমে । অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে , আবেদন ফর্ম প্রিন্ট দিয়ে ১০০ টাকা সহ জয়েন্ট স্টক কম্পানিজ অ্যান্ড ফার্মসের অফিসের ব্যাংক অ্যাকাউন্ট বরাবর পাঠাতে হয়। নামের ছাড়পত্র পেতে সাধারণত এক সপ্তাহ লাগতে পারে । কোন কারণে ছাড়পত্র না পেলে নতুন নাম দিয়ে আবার নিবন্ধন করতে পারেন । ছাড়পত্র পেলে পুনরায় (জয়েন্ট স্টক কোম্পনিজ এন্ড ফার্মসে ) কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী প্রয়োজনীয় ফী-কাগজপত্র ও দলিল সাবমিট করতে হবে । ( http://bdlaws.minlaw.gov.bd/bangla_pdf_part.php?act_name=&vol=%26%232537%3B%26%232534%3B&id=788) ( অষ্টম খন্ড)

তিনটি পুরনো কম্পিউটার দিয়ে শুরু হয় বিডিজবসের যাত্রা

সাজ্জাত হোসেইন
ফাহিম মাশরুর Founder & CEO (www.bdjobs.com)
অনলাইনে চাকরির যাবতীয় তথ্য সহায়তা নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু হয় বিডিজবস ডটকমের। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যতিক্রমী এই আইডিয়া দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে চাকরিপ্রার্থী লাখ লাখ তরুণ-তরুণীর কাছে। করপোরেট প্রতিষ্ঠাগুলোও ধীরে ধীরে নির্ভরশীল হয়ে ওঠে এই জবসাইটের ওপর। কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক নামি এজেন্সিও এখন মানবসম্পদ সংগ্রহে দেশি এই ওয়েবসাইটের ওপর নির্ভরশীল। দেশ জুড়ে এখন চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের কাছে বিশ্বস্ত নাম বিডিজবস। প্রতিদিন হাজার হাজার জীবনবৃত্তান্ত জমা হয় সাইটটিতে। পাওয়া যায় এ সংক্রান্ত যাবতীয় তথ্যও। অভিনব এই আইডিয়ার গোড়ার কথা এবং একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুনতে আমরা হাজির হয়েছিলাম বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুরের কাছে। নবীন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, অমিত সম্ভাবনার আউটসোর্সিং, সফটওয়্যার খাতে বাংলাদেশের অবস্থান এবং আগামী দিনে তার পরিকল্পনার কথা জানান দীর্ঘ আলোচনায়। কথোপকথনের নির্বাচিত অংশ প্রকাশ করা হল। সাক্ষাত্কার নিয়েছেন রিপোর্টার আবদুল্লাহ আল ইমরান।