সিদ্দ্বার্থ লিমন
ব্যান্ড বাজা বারাত সিনেমার আনুশকা শর্মা এবং রণবীর সিং এর কথা নিশ্চয় মনে আছে । দুজন তুরণ- তরুণী কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্টে সফল হয়েছিল –এই ছিল সিনেমার গল্পটি। যারা সিনেমাটি দেখেছেন , তারা হয়তোবা মনে মনে ভেবেছেন-ইস আমিও যদি তাদের মত সফল হতে পারতাম। আপনি সফল হতে পেরেছেন কিনা জানিনা , তবে KRI Events এর সহ উদ্যোক্তা এবং ম্যানেজিং ডাইরেক্টর আনিকা আজম সফল হয়েছেন ।
২৭ বছর বয়সী আনিকা আজম নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন করেছেন। অন্য সবার মত পড়াশোনা শেষে তিনি শেভ্রন কোম্পানিতে যোগদান করেন। কিন্তু এক বছর হতে না হতে চাকরি ছেড়ে দেন। নিজের স্বপ্ন গুলিকে বাস্তবে রুপ দেওয়ার জন্য । বন্ধুরা তার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।
কিন্তু আনিকা বলেন , আমি হয়তোবা তোমাদের চেয়ে কম উপার্জন করবো , কিন্তু আমি যা ভালোবাসি তাই করবো। কিন্ত আনিকা সৌভাগ্যবান ছিলেন এই জন্য যে , আর কেউ পাশে না থাকলেও তার বাবা মাকে পাশে পেয়েছিলেন। kri event এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। সঙ্গে ছিলো তার দুজন বন্ধু। বন্ধুর বোনের বিয়ের আয়োজনের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। সেই থেকে শুরু তার পর আর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত তিন বছরে প্রায় ৩৫০ টি বিবাহ-বারষিকির আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও তারা নিয়মিত কনসার্ট, উৎসব, পাব্লিক ইভেন্টস, কোম্পানী ইভেন্টস এর আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছেন। ৪ জন ফুল টাইমে আর ২০ জন পার্টটাইম স্টাফ নিয়ে তারা কাজ করছেন। আনিকা তার এই সফলতার কারণ হিসেবে বলেন---তারা সবসময় তাদের ক্লায়েন্ট কি চায় তা বুঝার চেষ্টা করেন।ক্লায়েন্ট এর বাজেট যাইহোক না কেন , সেটির সর্বোচ্চ্য সেবা দেওয়ার চেষ্টা করেন। মাঝে মাঝে এমনকি তাদের বাজেটের চেয়েও কম টাকায় সেবা দেওয়ার চেষ্টা করেন ।
কিন্তু আনিকা বলেন , আমি হয়তোবা তোমাদের চেয়ে কম উপার্জন করবো , কিন্তু আমি যা ভালোবাসি তাই করবো। কিন্ত আনিকা সৌভাগ্যবান ছিলেন এই জন্য যে , আর কেউ পাশে না থাকলেও তার বাবা মাকে পাশে পেয়েছিলেন। kri event এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। সঙ্গে ছিলো তার দুজন বন্ধু। বন্ধুর বোনের বিয়ের আয়োজনের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। সেই থেকে শুরু তার পর আর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত তিন বছরে প্রায় ৩৫০ টি বিবাহ-বারষিকির আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও তারা নিয়মিত কনসার্ট, উৎসব, পাব্লিক ইভেন্টস, কোম্পানী ইভেন্টস এর আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছেন। ৪ জন ফুল টাইমে আর ২০ জন পার্টটাইম স্টাফ নিয়ে তারা কাজ করছেন। আনিকা তার এই সফলতার কারণ হিসেবে বলেন---তারা সবসময় তাদের ক্লায়েন্ট কি চায় তা বুঝার চেষ্টা করেন।ক্লায়েন্ট এর বাজেট যাইহোক না কেন , সেটির সর্বোচ্চ্য সেবা দেওয়ার চেষ্টা করেন। মাঝে মাঝে এমনকি তাদের বাজেটের চেয়েও কম টাকায় সেবা দেওয়ার চেষ্টা করেন ।
তাদের সেবা সম্পর্কে জানতে চাইলে ভিজিট করুনঃ http://www.krievents.hostzi.com/।
তথ্য সূত্রঃ ইংরেজি পত্রিকা ডেইলি স্টার অবলম্বনে।
পড়ে ভালো লাগলো...:)
ReplyDelete