July 27, 2012

গুরুত্বপূর্ণ এডমিন নোটিশ

আমাদের গ্রুপের নীতিমালা অনুযায়ী এখন থেকে গ্রুপে কোনো ধরনের ক্রয় বিক্রয় সংক্রান্ত পোষ্ট দেয়া যাবে না। নীতিমালার বিপনন এবং মার্কেটিং অংশটি নিন্মরূপঃ
৬. বিপনন/ মার্কেটিং
৬.১ প্রত্যেক উদ্যোক্তা ইচ্ছে করলে তার পণ্য বা সেবা সম্পর্কে জানাতে পারবেন তবে সেটি কোনভাবে গ্রুপের মূল উদ্দেশ্যকে ব্যহত করবে না। অর্থাৎ তার ব্যাপারটি জানানোর উদ্দেশ্য হবে তার উদ্যোগটি সম্পর্কে অন্যরা জেনে নিজেরা উৎসাহিত হবে।
৬.২ এটি বেচাকেনার গ্রুপ নয়। কাজে "আমি ডলার বিক্রি করতে চাই", "আমার দোকানের কিছু বালতি বিক্রি করবো কে কে কিনবেন" এ জাতীয় পোস্ট দেওয়া যাবে না। গ্রুপকে ওয়েবস্টোর বানানো যাবে না।
এমত অবস্থায় কেউ যদি তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে গ্রুপে মার্কেটিং করতে চান তাহলে তিনি তার ব্যবসার প্রকার, পন্য ও সেবার ধরন এবং তার সাথে যোগাযোগের পূর্ণ ঠিকানা, ফোন নং, মেইল এড্রেস, ওয়েব এড্রেস ইত্যাদি সহ একটি পোষ্ট দিতে পারবেন। এবং বারবার একই ধরনের পোষ্টের পুনরাবৃত্তি করা যাবে না। [প্রয়োজনে আপনার পোষ্টের লিংকটি সংরক্ষন করে রাখুন। পরে কেউ চাইলে যেন তাকে সহায়তা করা যায় অথবা ডক আকারে পোষ্ট করুন]
এবং এই ধরনের মার্কেটিং পোষ্টে কেউ (খুব প্রয়োজন ছাড়া) কমেন্ট না করে প্রদত্ত কনটাক্ট ডিটেইলসে আপনার প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে হবে।
আজ থেকে এই নীতিমালার বাইরের পোষ্টগুলো ডিলিট করা হবে এবং পরপর ২ বার কেউ এই ধরনের পোষ্ট দিলে তাকে সরাসরি ব্যান করা হবে।
সবাইকে সহযোগীতা করার জন্যে আহবান জানানো যাচ্ছে।
সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment