১) শুরু করে দিন এখনই। ব্যবসার পরিকল্পনা নিয়ে অনেক বেশি সময় দেওয়ার দরকার নেই।
২) সফল ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করুন। তাদেরকে আপনার ব্যবসার পরিকল্পনা , লক্ষ্য এবং আইডিয়া দিয়ে আকৃষ্ট করার মাধ্যমে আপনার ব্যবসায় বিনিয়োগ করার জন্য আকৃষ্ট করার চেষ্টা করুন।
৩) একদিন অনেক অনেক টাকার মালিক হবেন অর্থাৎ শুধুমাত্র অর্থ উপার্জনই যদি আপনার ব্যবসার একমাত্র উদ্দেশ্য হয় , তাহলে আপনার ব্যবসা শুরু না করাই ভালো ।কারণ ব্যবসায়ে সফল হতে চাইলে আপনাকে দীর্ঘ কণ্টকময় পথ পাড়ি দেবার সাহস ও উদ্যম থাকতে হবে
অন্যথায় ব্যবসার প্রতিকূল এবং খারাপ সময়ে সহজেই আপনি ভেংগে পড়বেন। তাই অর্থ উপার্জনের বাইরেও ব্যবসা শুরু করার পিছনে আলাদা উদ্দেশ্য থাকতে হবে যা আপনাকে কঠিন সময়ে আপনার লক্ষে অবিচল থাকার জন্য অনুপ্রানিত করবে।
অন্যথায় ব্যবসার প্রতিকূল এবং খারাপ সময়ে সহজেই আপনি ভেংগে পড়বেন। তাই অর্থ উপার্জনের বাইরেও ব্যবসা শুরু করার পিছনে আলাদা উদ্দেশ্য থাকতে হবে যা আপনাকে কঠিন সময়ে আপনার লক্ষে অবিচল থাকার জন্য অনুপ্রানিত করবে।
৪) আপনার আইডিয়ার আসলেই বড় বাজার আছে কিনা তা পরখ করে নিন। অথবা নিজেকে প্রশ্ন করুন যে ভবিষ্যতে আপনার product এর value সৃষ্টি করতে পারবেন কিনা ? কারন আপনি যদি product এর value সৃষ্টি করতে পারেন , তাহলে আপনার টার্গেট ভোক্তারা তা অবশ্যই কিনবে ।
৫) ব্যবসা শুরু করার পূর্বে নিজের মনকে জিজ্ঞাসা করুন , আসলেই আপনি ব্যবসা করতে চান কিনা? তাই নিজের মনকে জিজ্ঞাসা করুন , আপনি ভবিষ্যতে আসলে কি হতে চান? যদি মন বলে শিক্ষক, তবে শিক্ষক হওয়ার চেষ্টা করুন। যদি মন বলে ডাক্তার, তবে ডাক্তার হওয়ার চেষ্টা করুন। যদি মন বলে ব্যবসায়ী হবার তবে ব্যবসায়ী হবার চেষ্টা করুন। অর্থাৎ আপনার মন যা চায় তাই হওয়ার চেষ্টা করুন। কারণ শেষমেশ জীবনটা তো আপনারই।
হয়তোবা জীবনে আপনি সফল অথবা ব্যর্থ হবেন। কিন্তু আসলেই ব্যর্থতা বা সফলতার সংজ্ঞা আছে কি? যাইহোক দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তো বলতে পারবেন যে, আমার মন যা চায় আমি ঠিক তাই করেছি। চিন্তা করার কোন কারণ নেই , মন তুমি নিজের কাজ কর।
৬) জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে বের করুন , তারপর তা অনুসরণ করুন। ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। ফলাফলের আশায় বসে না থেকে কাজ করে যান। নারায়ন মূর্তি বলেছেন যে,” It has taken me 25 years to become an overnight wonder.”
আলবার্ট আইনস্টাইন বলেছেন যে, “ কেউ যদি মনে করে তারা জীবনে কোন ভুল করেননি তাহলে প্রতীয়মান যে তারা জীবনে নতুন কিছু করার চেষ্টা করেননি।“
No comments:
Post a Comment