একজন প্রশ্নকারী: আমি একটি ডায়ানগষ্টিক সেন্টার খুলেছি.,ডায়ানগষ্টিক সেন্টার এ আপাতত প্যাথলজিক্যাল কাজ গুলো করা হয়...আপাতত মাসিক আয় হচ্ছে ৮-১০ হাজার টাকা,আমরা প্যাথলজিস্ট কে মাসে ৬ হাজার টাকা দিতে হয়....আমার ডায়ানগষ্টিক সেন্টারে আরো কিছু মেশিন দরকার যেমন আল্ট্রসনোগ্রাফি,ইসিজি,এক্স-রে এবং আরো কিছু । এই গুলো কিনতে কত টাকা লাগতে পারে এবং এই গুলোর উপর ভালো কোন লোন পাওয়া যাবে কিভাবে ? ৫-৬ লাখ টাকার লোন হলেই চলবে । আল্ট্রসনোগ্রাফি,ইসিজি,এক্স-রে এই মেশিন গুলোন থাকলে আমি আরো অনেক লোক কে কাজ দিতে পারব । আমার প্রতিদিন ১০ থেকে ২০ হাজার টাকা চলে যাচ্ছে এই মেশিন গুলো না থাকার কারনে । আমাকে এই ব্যাপারে হেল্প করুন ।ব্যাংকের সাথে কথা বলেছি । ওরা বলতেছে যে আমি এখন ও নাকি নতুন । তাই তারা দিবেনা । আর ওরা বলতেছে যে আমি নাকি এটার উপযুক্ত না । আর আমাদের এলাকার মানুষ জন ভাল না তারা সব কাজেই বাধা দিবে । তাই ব্যাংক টাকা দিতে চাইতেছেনা ।
অভিজ্ঞ জনের পরামর্ষ >>>>>>>>>>>>>
১. যারা এই সব মেসিন পত্র সরবরাহ করে, যেমন সিমেন্স; এরাই লোণের বেবস্থা করে দেয়, ব্যাংক থেকে; আপনাকে ব্যাংক এ ছুটতে হবে না, কোন একটা কোম্পানি কে ধরেন; বলেন, দেখান আপনার চালু বাবসা; অরাই সব করে দিবে
তাছাড়া , আপনার ব্যবসার বয়স কি ২ বছরের বেশি হয়েছে ? নয়তো আপনি ব্যাংক লোনের জন্যে আবেদন করতে পারেবন না। আপনি ভেঞ্চার ক্যাপিটাল প্রোভাইড করে এমন কিছু কোম্পানির সাথে আলাপ করে দেখতে পারেন। অথবা পার্টনারশিপে চলে যেতে পারেন।
কোম্পাণী গুলো খুজে খুজে এই সব দিয়াগনস্তিক সেন্তার বের করে, নিজেরাই বিক্রির বেবস্থা করে; তাছাড়া , পিযা হাট, লিভার ব্রথেরস এর অফিসের ওই খানে; তেজগা থেকে যেই লিঙ্ক রোড টা গুলসান ১ গেশে, ওই খানে; সিমেন্স ছাড়াও আরও অনেকেই আছে।
আপনার প্যাথলজিতে কি কি এই পরীক্ষা গুলো হয় ?
CBC, S. cratinine, ALT, AST, B.urea, S,eletrolytes, RBS, Urine R/E, stool R/E Fasting linipd profile, S.bilirubin .... ei investigation gulo hole cholbe . এগুলো জন্য দুই তিন ধরনের মেশিন দরকার , সব সেমি অটো ্বা ম্যানুয়াল মেশিন কিনা ভাল, ডায়গনসটিক সেন্টারে সব থেকে লাভ জনক সেকশন হচ্ছে প্যাথলজি !
এখন আপনার দরকার এক্সরে মেশিন ?
দু ধরনের আছে , ১)নরমাল এক্সরে ২) ডিজিটাল এক্সরে
আপনার নরমাল এক্সরে কিনা ভাল, ডিজিটালের দাম অনেক
নরমাল এক্সরে ২-৩ লাখ ( ব্র্যান্ড ভেদে ) টাকায় চাইনিজ মেশিন পাওয়া যায়
ডিজিটালের দাম পর্বে ২৫ লাখ টাকার মতো !!
তবে ডেইলি ১০ টা এক্সরে না করতে পারলে আপনি টেকনিশিয়ান প্লাস অন্যান্য খরচ পোষাতে পারবেন না ! এটার জন্য আলাদা দশ ইঞ্চি দেয়ালের আলাদা রুম লাগবে ! এক জন টেকনলিস্ট লাগবে, না হলে লাইসেন্স পাবেন না , আর রিপোর্ট কে করবে সেটা মাথা রাখবেন, আমার মনে হয় রাজশাহী শহর থেকে আপনাকে রিপোর্ট করাতে হবে ফিল্ম পাঠিয়ে , সো অনেক গুলো মিনিমাম ৬-৭ টা না হলে আপনি লসে চলে যাবেন এই সেকশনে !
আলট্রাসনোগ্রাম মেশিন ,
২-৩ লাখ থেকে শুরু করে ৭০ লাখ পর্যন্ত দাম আছে একেকটা মেশিনের ! সব থেকে ইম্পরট্যান্ট কে কনসালটেন্সি করবে ? চাইনিজ ২-৩ লাখ টাকার মেশিন যথেস্ট কিন্তু প্রতিদিন যদি ৫ টা রোগী না হয় তাহলে কনসালটেন্ট কাজ করবে না , নির্দিষ্ট একটা টাইমে সব রোগী আসতে হবে, এক সাথে দেখে যাবে উনি , সারাদিন তোঁ উনাকে বসিয়ে রাখতে পারবেন না, তবে এই সেকশনে মেইটেইনেন্স খরচ অনেক কম , প্রফিট বেশী !
ইসিজি মেশিন ঃ
রিপোর্ট করবে কে? তবে ৫০ - ৭০ হাজার টাকা দামের মেশিন কিনা ভাল ! এই সেকশন ভাল এবং জরুরী রোগী দের জন্য !
এখন আসেন মেশিন কিনার ব্যাপারে
ব্র্যান্ড মেশিন লাইক স্যামসাং , হিটাছি, ক্যানন এগুলো কিনতে পারবেননা কম দামে ! আপনাকে চাইনিজ মেশিনের উপর নির্ভর করতে হবে ,
ফান্ড কালেকশন দুই ভাবে করা যায় , ব্যাংক লোণ , অথবা ঢাকার কোম্পানি গুলো ৩০-৪০ % ডাউন পেমেন্ট করলে কিস্তিতে দিবে ! কিস্তিতে কিনা ভাল , দুই ছর সার্ভিস পাবেন সাথে, কিনার সময় সার্ভিসের ব্যাপারটা ভাল ভাবে দেখে নিবেন , মেশিনারী জিনিষ তাই !
একটা ভাল ডায়াগনস্টিক সেন্টার করতে এখন প্রায় -৩ কোটি টাকার মেশিন লাগে ! ( সিটি স্ক্যান, এম আর আই ছাড়া ) । তবে ১,৫ কোটি টাকা এডভান্স করে বাকি টাকা কিস্তিতে দেয়া যাবে ! আর লাগবে কনসালটেন্ট বসানোর জন্য মিনিমাম ১৫ টা ডেকোরেটেড চেম্বার , ভাল একটা লোকেশন লাইক মূল রাস্তার পাশে ধানমণ্ডি, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, মধ্য - মেরুল, উত্তর বাড্ডা ! রোগীদের গলা জবাই না করেও ভাল লাভ করা যায় এই সেবা খাতে !
আমি প্যাথলজি নিয়ে পড়াশোনা করছি। বর্তমানে ইন্টার্নিতে আছি। আমি নিজের প্রতিষ্ঠান গড়তে চাই। কিন্তু প্যাথলজি দিতে কিভাবে অনুমতি নিতে হবে ও কি কি কাগজ পত্র দরকার তা জানিনা। তাছাড়া অল্প পুজিতে কিভাবে শুরু করা যায় সে সম্পর্কেও জানতে চাই
ReplyDeleteঅল্প পূজিতে ভালো মানের প্যাথলজি ক্লিনিক দিতে চাই কি ভাবে সম্ভব জানাবেন প্লিজ।
ReplyDeleteদ
ReplyDeleteকিস্তিতে মেশিন দেয় এমন একটি কোম্পানির ফেসবুক লিংক দেওয়া যাবে কি
ReplyDeleteসবকিছু খুলে বলার জন্য ধন্যবাদ
ReplyDeleteHelpful
ReplyDeleteএকটা ডায়াগনস্টিক সেন্টার দিতে কত গুলো মেশিন লাগে
ReplyDeleteএকটা ডায়াগনস্টিক সেন্টার এর জন্য কি কি প্রয়োজন । একটু জানাবেন
ReplyDeleteচায়না মেশিন গুলো কেমন দাম
ReplyDeleteমান কেমন
প্যাথলজির চায়না মেশিনপত্র কোথায় পাবো?
ReplyDeletePuraton ultra machine kothsy pabo
ReplyDelete