সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই দলিল সবার জন্য উন্মুক্ত এবং জিএফডিএল লাইসেন্সের আওতায় প্রকাশিত। যাদের আইডিয়া চুরি হয়ে যাওয়ার ভয় আচে বা যারা প্রাপাইটরি আইডিয়া নিযে থাকেন তাদের জন্য এই ডকুমেন্ট সম্ভবত যথোপযুক্ত নয়। নিজের বুদ্ধি বিবেচনা শাথায় রেখে এটিতে যুক্ত হতে হবে।
১) এপার্টমেন্ট ভবনের গার্বেজ কালেকশন
ঢাকা শহরের (অন্যান্য বড় শহরেরও) এপার্টমেন্টভবনগুলো থেকে সিস্টেম্যাটিক পদ্ধতিতে গার্বেজ সংগ্রহ করে তা ডিসপোজালের ব্যবস্থা করা যায়। এলিফেন্ট রোডের একটি এরকম এপার্টমেন্ট কমপ্লেক্স বাসে প্রায় ৮০০০ টাকা এই খাতে খরচ করে। গার্বেজ কালেকশন এবং ডিসপোজাল হবে এই উদ্যোগের মূল কাজ। তবে ভবিষ্যতে এটিকে আরো সম্প্রসারিত করে রিসাইক্লিং-এর ব্যবসাও করা যেতে পারে।
বাংলাদেশে ওয়েস্ট কনসার্ন নামে একটি প্রতিষ্ঠান এই ধরনের কিছু কাজ করে থাকে।
২) বাসায় বাসায় পাস্তুরিত দুধ সরবরাহ
উত্তরা এলাকে প্রায় ৩ লক্ষ পরিবার বাস করে। এর ১০% -এর প্রতিদিন দুধের চাহিদা রয়েছে। ১ লিটার করে ধরলে মাত্র ৩০ হাজার লিটার! এর মধ্যে ৫ হাজারকে লিটার গ্রাহক বানাতে পারলে বড় ব্যবসা।
৩) ট্যুরিজম অনলাইন
আমাদের দেশের ভ্রমন উপযোগী বিভিন্ন স্থানের ডাটা কালেক্ট করে, ভাল ছবি তুলে ওয়েবসাইট দাড় করানো। ইন্টারনেটের মাধ্যমে বাইরের বিশ্বের কাছে তুলে ধরা। পাশাপাশি বিভিন্ন হোটেল এবং বাংলাদেশী ট্যুরিজম কোম্পানীর সাথে যোগাযোগ করা। এককথায় নিজের ফিজিক্যাল এক্সিস্টেন্স না থেকেও "মিডল ম্যান" হিসেবে কাজ করা।
৪) মোমবাতি বানিয়ে বিক্রি
যেহারে লোডশেডিঙ হয় তাতে মোমবাতি বানিয়ে অনায়াসে বি্ক্রি করা যাবে। প্যারফিন যোগাড় করে মোমবাতি বানানো, সাধারণ এবং রকমারি মোমবাতির ব্যবসা কারাপ নয়। বিস্তারিত -http://www.facebook.com/groups/uddokta/doc/307037819376331/
৫) কম্যুনিটি সার্ভিস
(বাসার বেকার ছেলেটার যা যা কাজ থাকে :D): বাচ্চাদের স্কুল ঠিক করা, বাসার কাপড় আয়রন+ওয়াশ, ময়লা ব্যবস্থাপনা, বুয়া ম্যানেজমেন্ট, বাজার করা, যেকোন কিছু রিপায়ার, বাসা চেঞ্জ প্রভৃতি কাজে সহায়তা করা: এক একটা বাসা, এক একটা ক্লায়েন্ট- মাসে ৫০০ টাকা করে পাওয়া গেলে ২ জন মানুষ ৫০/৬০ তা বাসা সহজেই ম্যানেজ করতে পারবে. ফ্লাটগুলো এক বিল্ডিং-এ বা পাশাপাশি হওয়ায় ২৫/৩০ হাজার টাকা আয় করা খুব কঠিন না. মানুষের কাছে সুনাম ধরে রাখার জন্য শক্ত ম্যানেজমেন্ট দরকার-বিশ্বাসী ও হতে হবে.
৬) ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা এবং পরিচালনা
কর্মজীবি মা-বাবা তাদের সন্তানের প্রপার কেয়ার এন্ড মেইনট্যানেন্স এর জন্যে সকালে অফিসে যাবার আগে ডে কেয়ার সেন্টারে রেখে যাবে এবং বিকেলে / সন্ধ্যায় ফেরার পথে নিয়ে যাবে। অথবা এমনও হতে পারে যে, ডে কেয়ার সেন্টারের পক্ষ থেকে সকালে নিজস্ব পরিবহনের মাধ্যমে বাচ্চাদের নিয়ে আসা হবে এবং সন্ধ্যায় বাড়ী পৌছে দেয়া হবে। ডে কেয়ার সেন্টার বাচ্চাদের ফুড (মেন্যু অনুযায়ী), মেডিসিন, বেসিক এডুকেশন, বিনোদন, খেলাধূলা, কেয়ার এন্ড মেইনট্যানেন্স প্রভাইড করবে বিনিময়ে এডমিশন ফিস সহ মাসিক একটি ফিস নেয়া হবে। কর্পোরেট কালচারের প্রাদুর্ভাবের কারনে এই ব্যবসাটির প্রসার এবং সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৭) গিফট আইটেম
গিফট আইটেমের দেশে খুব অভাব। যেকোন ইভেন্ট/অকেশনে সুন্দর গিফট দেবার কিছু পাওয়া যায়না। এই সবের একটা ব্যবসা করা যেতে পারে। এটার মুল থিম হবে, দেশী এবং পরিবেশবান্ধব (Green & Indigenous). পাটের আইটেম, মাটির আইটেম, কাপড়ের ওপর নকশী কাজ, চামড়ার আইটেম, ঘরে বানানো কাগজের গ্রিটিংস কার্ড (handmade paper), সিরামিকের ওপর নকশা, বাঁশের, বেতের আইটেম, শুকনো ফুল, উপহারের ঝুড়ি, বাচ্চাদের জন্মদিনে দেবার গিফট, ইত্যাদি। মুল্য অনুসারে এগুলোকে কয়েকটা ভাগ করা যেতে পারে। ১০০ টাকার আইটেমের গিফট বাক্স/২০০ টাকার বাক্স/৩০০ টাকার/৫০০ টাকার/১০০০ টাকার। গিফটা র্যাপিং করে দেয়া যেতে পারে, প্রাপককে গিফট পৌছে দেয়া যেতে পারে। একটা ব্রান্ডিং করে ফেলতে পারলে ভাল হয়।
৮) ইন্টেরিয়র ডিজাইন (এন্ড কন্সট্রাকশন)
একটা ডিজাইন ফার্ম করা যেতে পারে। বসতবাড়ির ভেতরের ডিজাইন/পরামর্শ দেবে। বাড়িওয়ালাকে বলে দেবে কোন রঙের সাথে কোন রঙ্এর টাইলস লাগালে ভাল হবে, পড়ার ঘরে কেমন পর্দা হবে। বসার ঘরে সোফার ডিজাইন কেমন হলে ভাল। কিচেনে কেবিনেটগুলো কিভাবে কাস্টমাইজ করা যায়। দরকার হলে সব সাপ্লাই দেবে। বলে দেবে কোন বাল্ব লাগানো দরকার, কয়টা ইউপিএস লাগবে। সেটা সোলার দিয়ে চার্জ করলে কেন ভাল হবে। বাড়ির সাথে লাগোয়া ছোট্ট বাগানের ডিজাইন/ল্যন্ডস্কেইপিং করে দেবে।
৯) নার্সারী (পুরানো আইডিয়া, কিন্তু স্মার্ট)
ফল ও ফুল গাছের চারা উৎপাদন করা যেতে পারে। সাথে অর্কিডের চাষ। আমাদের রকিব টিস্যু কালচার করে সস্তায় লাখ লাখ চারা উৎপাদন করে দিবে। প্রচলিত নার্সারী থেকে একটু সরে গিয়ে ঘর সাজানো গাছপালা, বনসাই, বিভিন্ন রকমের ফল (ষ্টারফ্রুট, ষ্ট্রবেরী, চেরী, এভাকাডো, ইত্যাদি) খামার করা যেতে পারে। তাতে সাথী হিসেবে শৌখিন কবুতর পালন করা যেতে পারে।
১০) মোবাইল লোড
এটি ফ্লেক্সিলোডের ব্যবসা নামে পরিচিত। একটি একাউন্ট আর কিছু টাকা জমা দিয়ে, একটি টেবিল চেয়ার নিয়ে এই ব্যবসা শুরু করে দেওয়া যায়। বিভিন্ন অপারেটর বিভিন্ন মানের কমিশন দিয়ে থাকে। তবে হাজারে ৩০-৩৫ টাকার মতো। প্রাথমিক পুজি কত লাগে?
১১) ফোন, ফ্যাক্স, ফটোকপি আর কম্পিউটার কম্পোজ
এটি পাবলিক কল সেন্টারের ব্যবসা। বাংলাদেশের জনগণের মতো আর কোন দেশের জনগণ এত কথা বলে না। কাজে ফোনের ব্যবসা হবে। সঙ্গে ফ্যাক্স রেখে দেওয়া যায় যেমনটি রাখা যায় ফটোকপি আর কম্পিউটার প্রিন্টিং আর কম্পোজের কাজ। ইন্টারনেট সংযোগ থাকলে একটু ইন্টারনেটও রাখা যায়। প্রিন্টার কাম স্ক্যানার কিনলে আলাদা ফ্যাক্সের দরকার হয় না। ঢাকার মতো শহরগুলিতে এটি এখন কঠিন ব্যবসা হলেও উপজেলা পর্যায়ে অনেক সুযোগ রয়েছে্।
১২) আইটি ব্যবসা : জুমলার টেমপ্লেট/এক্সটেনশন বানানো
মুক্ত সোর্সের কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়ার জুমলার টেমপ্লেটের এখন অনেক চাহিদা। ৮-১০ জনের একটি প্রতিষ্ঠান কেবল এই ব্যবসা করেই দাড়িয়ে যেতে পার
১৩) ওয়েব হোস্টিং এর ব্যবসা
এটি হলো হোল সেলে এয়েবসাইট হোস্টিং কিনে তা আবার বিক্রি করা। ইন্টারনেটে দখল থাকতে হবে, বিদেশে টাকা পরিশোধের সিস্টেম থাকতে হবে। মার্কেটিং-এ খরচ আছে।
১৪) ওয়েব সাইট নির্মান
বর্তমানে গ্রাম, মফস্বল ও বড় শহরগুলোর আশে পাশে অনেক সরকারী ও বেসরকারী কলেজ রয়েছে। প্রতিষ্ঠিত হচ্ছে আরো নতুন বেসরকারী কলেজ যাদের নিজস্ব কোন ওয়েবসাইট নেই। যারা ওয়ার্ডপ্রেস এবং জুমলার কাজ জানেন তারা গ্রুপ ওয়াইজ ওয়েবসাইট তৈরীর কাজে নেমে পড়তে পারেন। আমার মনে হয়, কলেজ কর্তৃপক্ষ ও এটা সাদরে গ্রহণ করবেন।
১৫) আখের জুস বোতলজাত করে বিক্রি
আমাদের দেশে এই চরম গরম এ রাস্তাঘাটে দেখা যায় মানুষ আখ এর রস খাচ্ছে৷ খেতে মন চাইলেও বরফ মেশানো এই রস খুবই অস্বাস্থ্যকর৷ এই রস যদি প্রক্রিয়াজাত করে প্যাকেট/বোতল এর মাধ্যমে বিক্রি করা যায় তাহলে নতুন একটা ব্যবসা হতো এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কিত ঝুকি থাকতো না ।…Faisal Ahmed
১৬) হাতঘড়ি এসেম্বিং
বর্তমানে দেশে হাতঘড়ির চাহিদা মাসে মাত্র ৪ লাখ। এর মধ্যে ১০% অর্থাৎ ৪০ হাজার পিসের জন্য একটি প্রকল্প করা যায়। হাতঘড়ির ব্যাপারে খালি প্রোডাকশনের কথা ভাবলেই চলবে। পাটুয়াটুলীর পাইকারি বাজারের মাধ্যমে মার্কেটিং করা সহজ হবে। দেশে দেয়াল ঘড়ির যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে দরকারে ইন্টার্নশীপ করা যেতে পারে।
১৭) সেল ফোন কারখানা
দেশে এখন মাসে ১৫ লক্ষ মোবাইল ফোন বিক্রি হয়। এর মধ্যে ৬-৭% অর্থাৎ মাত্র ১ লাখের জন্য একটি প্ল্যান্ট বসানো কঠিন নয়। কারিগরি জ্ঞান সহজলভ্য। যেতে হবে চীন দেশে এবং খুঁজে পেতে হবে বাংলাদেশে বিনিযোগ করতে চান এমন কাউকে। নিজেদের জায়গা থাকলে হবে্বাকী টাকা ভুতে যোগাবে।
১৮) লন্ড্রী (ওয়াস, আয়রন) সার্ভিসেস
কোনো নির্দিষ্ট একটি জায়গায় ওয়াসিং ও আয়রনিং প্ল্যান্ট স্থাপন করা হবে। নিজস্ব পরিবহন এবং জনবল দ্বারা বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করে এনে তা কাষ্টোমারের চাহিদা অনুযায়ী ওয়াস, আয়রন ইত্যাদি করে নির্ধারিত সময়ের মধ্যে আবার হোম ডেলিভারী দেয়া হবে। আবার ওয়াসিং প্ল্যান্ট না করে সাব কনটাক্টে অন্য জায়গা থেকে ওয়াস করিয়ে এনে শুধু আয়রন করিয়ে দিয়েও ব্যবসাটি শুরু করা যায়।
বিঃ দ্রঃ মিরপুর DOHS -এ প্রজেক্টটি করার জন্যে একটি আদর্শ এলাকা হিসেবে বাছাই করেছিলাম একসময়। নানান ব্যস্ততায় করা হয়ে উঠেনি। কারো যদি ৮-১০ লক্ষ টাকা বিনিয়োগ করার সামর্থ্য থাকে এবং এই আইডিয়াটি ভালো লাগে তাহলে মিরপুর DOHS এলাকাটি একটু ভিজিট করে ব্যবসার সম্ভাবনা যাচাই করে আসতে পারেন। ব্যবসা শুরুর বছর খানেকের মধ্যে মাসিক প্রায় ৮০,০০০-১০০,০০০ টাকা মুনাফা হবার সম্ভাবনা রয়েছে। কেউ আগ্রহী হলে আরো বিস্তারিত জানতে আমার সাথে বসতে পারেন। [Sajjat Hossain]
১৯) হোটেল- ক্যাটারিং:
এলাকা ভিত্তিক এই ব্যবসাটা সহজেই করা সম্ভব। তা ছাড়া এই ফিল্ডে শিক্ষিত ও রুচিশীল লোকের অভাব রয়েছে। উন্নত, বিশুদ্ধ, টাটকা খাবার সরবরাহ করে ভাল সেবা দিতে পারলে নাম ছড়িয়ে পড়বে ধীরে ধীরে- ব্যবসা তখন সময়ের ব্যাপার মাত্র। {chhotomirza ileush cornell}
২০) কাঁঠাল প্রক্রিয়াজাত করে বাজারজাত করা যায়:
গাজীপুরে প্রচুর পরিমানে কাঁঠাল উৎপাদন হয় কেউ ইচ্ছা করলে এখানে একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরন কারখানা করার চিন্তা করতে পারেন।
২১) অনলাইন ই-টিকেিটং
এই ধারনাটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল
আমাদের দেশে বেশ কয়েকটি সাইট বিশেষায়িত টিকেট বিক্রি করে কিন্তু একটি প্লাটফর্মে সব রকমের টিকেট বিক্রি করার মত কন সাইট আমার চোখে পরেনি এমন একটি সাইট বানানো যায় যেখানে সব রকমের টিকেট পাওয়া যাবে।
(কেউ এই উদ্যোগ গ্রহন করলে দয়া করে আমাকে সাথে রাখবেন )
+8801711731145
২২) সয়া মিল্ক প্রস্তুত করাঃ
সয়া মিল্ক প্রশ্তুত করে বাজারজাত করা হতে পারে চাকরির একটি বিকল্প উৎস। সয়া মিল্ক ঘরে বা মেশিন দিয়া প্রস্তুত করে বাসায় বাসায়ে supply করা যেতে পারে। সয়া মিল্ক তৈরি করার প্রস্তুত প্রণালি খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে এই মিল্ক বানান যায়। এই মিল্ক স্বাস্থ্যসম্মত এবং দুধের যে গন্ধ হয় তা থেকে মুক্ত। যদি লোকাল পর্যায়ে ভালো ব্যবসা করা যায় তাহলে পরবর্তীতে বড় ফ্যাক্টরি বানায়ে, মড়োকজাত করে national এবং international পর্যায়ে ব্যবসা করা যেতে পারে।
এখানে একটা Indian Project Plan এর লিঙ্ক দিলাম যেখান থেকে এর খরচ সম্পর্কে ধারনা পাওয়া যায়।
দ্রষ্টব্য- এই ব্যবসা করার ক্ষেত্রে কিছু বড় রকমের সমস্যা আসে যেমন- বাংলাদেশ এ সয়াবিন এর জন্য কোন reliable source নাই, মানুষ সাধারনত গরুর দুধ খেয়ে অভ্যস্ত সেখান থেকে তাদের অভ্যাস সয়া মিল্ক এ transfer করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ, কমার্শিয়াল বেসিসে উৎপাদন করতে গেলে যে মেশিন দরকার তা বাংলাদেশে নাই ভারত বা অন্য দেশ থেকে আমদানি করতে হবে etc. ব্যাবসা মানেই চ্যালেঞ্জ, so যে এই সব চ্যালেঞ্জ যে পার হতে পারবে সেই টিকে থাকতে পারবে।- Estiak Ahmed Tonmoy.
এখানেত শুধু ২২ টা আর ৭৮ আইডিয়া কই ?
ReplyDeleteবাকি ৭৮ টি আইডিয়া দ্রুত চাই.................................
ReplyDeleteডিলারশীপ ব্যবসা সম্পর্কে লিখুন
Deleteডিলারশীপ ব্যবসা সম্পর্কে লিখুন
Delete২২) সয়া মিল্ক প্রস্তুত করা ও প্রস্তুত প্রণালি এবং সয়ার দানা কোথই বা কোন বাজারে পাওয়া যায় জানেন কি?
ReplyDeleteসোহাগ ভাই আপনি কি এই ব্যবসা করতে আগ্রহি?
Deleteসয়া লক্ষীপুরে পাওয়া যায়,
Deleteসয়া মিল্কের ব্যবসার আইডিয়াটা খুব ভালো। আমার পছন্দ হয়েছে কিন্তু কিভাবে করবো আর ঝুকির কথাটাও মাথায় রাখতে হবে। অল্প পুঁজিতে যদি হয় তবে কয়েক জন মিলে ঝুঁকিটা নেওয়া যায়। আপনার কি মত?
ReplyDelete78 idea kothay? How Can i process jack fruit . Please give me explain. 01713365733
ReplyDeleteমাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করে আপনি মাসে ২৭০০০ টাকা আয় করতে পারেন৷ আপনি আমাদের মবিল কোম্পানির ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন৷ ধরেন আপনি প্রতিদিন দুই কার্টুন করে মটর সাইকেলের মবিল বিক্রি করলেন৷ প্রতি কার্টুনের দাম ৪৫০০ টাকা ৷ ১০% কমিশনে দুই কার্টুন থেকে আয় হচ্ছে প্রতিদিন ৯০০ টাকা৷ তাহলে ৩০ দিনে আয় দাড়াচ্ছে ২৭০০০ টাকা৷ একটু পরিশ্রমী হলেই এই আয়টা খুব সহজেই করা সম্ভব৷ আপনি চাইলে আপনার এলাকাতেও কতে পারেন৷ আর এই পণ্যটি হলো ইমপোর্টেট৷ বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন!
Deleteআমি কাজটি করতে চাই । কিভাবে যোগাযোগ করব ?? আমার ইমেল : khorshedgreen@gmail.com
DeleteVi ami ai kaj t korta aggorohi ki kora apnar songga jogajog korbo..
Delete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deletereally good ideas
ReplyDelete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteএটা হল আমার সাইট । চাইলে ঘুরে আসতে পারেন । www.kathgolap.com
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteযে রাকিব ভাই টিস্যু কালচার করে দেবে তার সাথে যোগাযোগ করতে চাই। যদি কেউ হেল্প করেন। প্লিজ
ReplyDeleteজাহিদ
০১৭৯৭৭০৯৭০৯
বৈঞ্জানিক কর্মকর্তা
ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস
চাঁপাই নবাবগঞ্জ
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteভাই দানা পাওয়া যায় কোথায় ?
ReplyDeleteমাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করে আপনি মাসে ২৭০০০ টাকা আয় করতে পারেন৷ আপনি আমাদের মবিল কোম্পানির ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন৷ ধরেন আপনি প্রতিদিন দুই কার্টুন করে মটর সাইকেলের মবিল বিক্রি করলেন৷ প্রতি কার্টুনের দাম ৪৫০০ টাকা ৷ ১০% কমিশনে দুই কার্টুন থেকে আয় হচ্ছে প্রতিদিন ৯০০ টাকা৷ তাহলে ৩০ দিনে আয় দাড়াচ্ছে ২৭০০০ টাকা৷ একটু পরিশ্রমী হলেই এই আয়টা খুব সহজেই করা সম্ভব৷ আপনি চাইলে আপনার এলাকাতেও কতে পারেন৷ আর এই পণ্যটি হলো ইমপোর্টেট৷ বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন!
Deleteমাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করে আপনি মাসে ২৭০০০ টাকা আয় করতে পারেন৷ আপনি আমাদের মবিল কোম্পানির ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন৷ ধরেন আপনি প্রতিদিন দুই কার্টুন করে মটর সাইকেলের মবিল বিক্রি করলেন৷ প্রতি কার্টুনের দাম ৪৫০০ টাকা ৷ ১০% কমিশনে দুই কার্টুন থেকে আয় হচ্ছে প্রতিদিন ৯০০ টাকা৷ তাহলে ৩০ দিনে আয় দাড়াচ্ছে ২৭০০০ টাকা৷ একটু পরিশ্রমী হলেই এই আয়টা খুব সহজেই করা সম্ভব৷ আপনি চাইলে আপনার এলাকাতেও কতে পারেন৷ আর এই পণ্যটি হলো ইমপোর্টেট৷ বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন!
Deleteআপনার মবিল কম্পানির নাম কি,
Deleteমবিল কম্পানির নামটা বল্লে ভালো হতো।
Deleteআমি ব্যবসাটি করতে ইচ্ছুক।
১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteমাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করে আপনি মাসে ২৭০০০ টাকা আয় করতে পারেন৷ আপনি আমাদের মবিল কোম্পানির ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন৷ ধরেন আপনি প্রতিদিন দুই কার্টুন করে মটর সাইকেলের মবিল বিক্রি করলেন৷ প্রতি কার্টুনের দাম ৪৫০০ টাকা ৷ ১০% কমিশনে দুই কার্টুন থেকে আয় হচ্ছে প্রতিদিন ৯০০ টাকা৷ তাহলে ৩০ দিনে আয় দাড়াচ্ছে ২৭০০০ টাকা৷ একটু পরিশ্রমী হলেই এই আয়টা খুব সহজেই করা সম্ভব৷ আপনি চাইলে আপনার এলাকাতেও কতে পারেন৷ আর এই পণ্যটি হলো ইমপোর্টেট৷ বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন!
ReplyDeleteআমার মটরসাইকেল সার্ভিসিং সেন্টার আছে, মোবিলের ডিলারশীপ নিয়ে কথা বলতে আগ্রহী। f_rahman93@hotmail.com
Deleteকোন ব্যন্ডের মবিল জানাবেন.. প্লীজ
Delete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteমাত্র ১০০০০ টাকা বিনিয়োগ করে আপনি মাসে ২৭০০০ টাকা আয় করতে পারেন৷ আপনি আমাদের মবিল কোম্পানির ডিলার বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন৷ ধরেন আপনি প্রতিদিন দুই কার্টুন করে মটর সাইকেলের মবিল বিক্রি করলেন৷ প্রতি কার্টুনের দাম ৪৫০০ টাকা ৷ ১০% কমিশনে দুই কার্টুন থেকে আয় হচ্ছে প্রতিদিন ৯০০ টাকা৷ তাহলে ৩০ দিনে আয় দাড়াচ্ছে ২৭০০০ টাকা৷ একটু পরিশ্রমী হলেই এই আয়টা খুব সহজেই করা সম্ভব৷ আপনি চাইলে আপনার এলাকাতেও কতে পারেন৷ আর এই পণ্যটি হলো ইমপোর্টেট৷ বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন!
ReplyDeleteআপনার মোবাইল নাম্বার আথবা ইমেইল নাম্বারটা দিন.
Deleteআপনার মোবাইল নাম্বার আথবা ইমেইল নাম্বারটা দিন.
Deleteksadek1986@yahoo.com
Deletemobile number pls
DeletePlease send your mobile number and email address
Delete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
DeleteKichu valo idea ache ekhane.kharap Na but sob gulu sobai korte parbe Na...business er jonno situation & place important..author ja idea diyechen sob Dhaka or big town kendrik..vill a Ki business kora jay?
ReplyDelete01734638777
ReplyDeleteMy 01717458825
Delete01734638777
ReplyDelete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteamake apnader mobil company somporke bistarito janaben ki
ReplyDelete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteমাত্র 10000 টাকা আয় করুন 8000 হাজার টাকা বিনিয়োগ করে।
ReplyDeleteযারা চাকরী করতে চায় না তাদের জন্য এ পোষ্ট । বসের খবর দারি থেকে মুক্তি পেতে যে কেউ এ ব্যবসাটি করতে পারেন। শিক্ষিতি / অশিক্ষিত যে কেউ এ ব্যবসাটি করেতে পারেন। ব্যবসা কোন অসম্মানের বিষয় নয়। ভারতে প্রত্যেক ঘরে ঘরে অর্নাস কমপ্লিট করা ছেলে মেয়ে আছে। তাদের দেশে বেকার আমাদের দেশে তুলনায় বেশি । কিন্তু তারা লেখা পড়া শিখে কেউ বাসের ড্রাইভার , হেলপার , অথবা কেউ তরকারি বিক্রি করছে , হয়ত কেউ ফল বিক্রি করছে ।কিন্তু তাদের সম্মান কোন ভাবে কমছে না। কারন তারা জানে কোন কিছুতে অসম্মানি নেই । তারা জানে বৈধ উপায়ে ব্যবসা করছে । চুরি ত করছে না। কিন্তু আমাদের দেশে বিভিন্ন অবস্থান। আপনি পড়া শুনা শেষ করে বসে আছেন কিন্তু আপনাকে কেউ চাকরি দিবে না। যদি আপনি ছোট খাট একটা ব্যবসা করেন দেখবেন আশেপাশের মানুষ কিন্তু আপনাকে হেয় করার চেষ্টা করবে। এটা সমাজের একটা কালচার । আমি আপনাদের বলব আমি কষ্টে থাকলে কেউ এক টাকা দিয়ে সাহায্য করবে না। বরং আপনাকে হেয় করবে ।
আমি চা পাতার ব্যবসার কথা বলছি ।
খুব অল্প টাকা বিনয়োগ করে যে কউ শুরু করতে পারেন এ ব্যবসা । আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান আছে । প্রতিদিন হাজার হাজার মানুষ চা খাচ্ছে এসব দোকান থেকে। আর যারা চা বিক্রি করছে, তারা প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা বিক্রি করছে । আপনি আপনার আশে পাশের মাত্র ৩৪টি চায়ের দোকানকে টার্গেট করুন। ধরুন আপনি ৩৪টি চায়ের দোকান ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন আধা কেজির ১ প্যাকেট চা কিনবেন।দোকানীরা আধা কেজির ১ প্যাকেট চা পাতা ১৪০ টাকা থেকে ১৬০ টাকা দরে বিভিন্ন কোম্পানীর কাছ থেকে কিনে। আপনি তাদেরকে এর চেয়েও কম দামে সরবরাহ করবেন। আপনি ভাল মানসম্পন্ন চা ১২০-১২৫ টাকা দরে কিনতে পারবেন। ধরুন আপনি ১২০ টাকা দরে কিনে দোকানীকে ১৩০ টাকা দরে দিলেন। তাহলে দোকানী এখানেই ১০-২০ টাকা লাভকরতে পারবে। আর আপনার লাভ হবে ১০ টাকা প্রতি প্যাকেটে । তাহলে ৩৪ প্যাকেটে আপনার লাভ হবে ৩৪০ টাকা প্রতিদিন । আপনার ইনভেস্ট ৪০৮০ টাকা ৩৪ প্যাকেটে(১২০ টাকা প্রতি প্যাকেট) । তাহলে ৩০দিনে আপনার লাভ হবে ১০২০০ টাকা । এখন প্রশ্ন , ৩০ দিনে তো আমাকে ১০২০ প্যাকেট চায়ের জন্য ১২২৪০০ টাকা দরকার । আমি বলব , না আপনাকে এত টাকা ইনভেস্ট করতে হবে না । আপনার একদিনে ইনভেস্ট ছিল ৪০৮০টাকা , এটাকে শুধু ডাবল করবেন অথ্যাৎ ৮১৬০ টাকা হলেই আপনার হবে। কিভাবে ? আপনি যে সব দোকানীকে চা পাতা দেবেন, তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে । যদি নগদ নিতে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই তারা দিয়ে দেবে। তাই আপনাকে ১ প্যাকেটদোকানে দিয়ে পরের দিন টাকা নিতে হবে এবং আরেকটি প্যাকেট তাদেরকে দিতে হবে । অথ্যাৎ এক প্যাকেটের পুজি আপনাকে মার্কেটে রাখতে হবে আর এক প্যাকেটেরপুজি দিয়ে আপনার মাল কিনে রাখতেহবে পরের দিন তাদেরকে দিয়ে । এভাবে আপনি দুটো পুজি ৪০৮০ + ৪০৮০ = ৮১৬০ টাকা ইনভেস্ট দিয়ে মাসে ১০২০০ টাকা লাভ করতে পারবেন অনায়াসে।
এটা আমি বাস্তব জীবনে প্যাকটিস করেই আপনাদের সাথে শেয়ার করলাম
আমার কথায় কে উ মাইন্ড করবেন না । এটা আসলে আমাদের দোষ না, দীর্ঘ দিন ধরে আমাদের সমাজে এ ধরনের রীতি বা মানসিকতা চালু হয়ে আসছে, সহজে এ থেকে আমরা মুক্তি পাব না । তবে এ ধরনের মানসিকতা থেকে আমাদেরকে মুক্ত হতে আপ্রাণচেষ্টা করতে হবে । শ্রমকে মূল্য দিতে হবে। তবে হ্যা, যারা নিজেরা চা পাতা বা এ ধরনের ছোট খাট আইটেম নিয়ে মাঠে নামতে পারবেন না , তারা নিজেরা না নেমে বেকার কোন লোককে দিয়ে কাজ করাতেপারেন।
কৃতজ্ঞতাঃ
০১৮১৪৩৯৩০৬০
রাজীব মজুমদার
বিস্তারিত জানতে লগ ইন করুন সেইফলি চা
Bai ai mail a akto goga gog koren. Safiullah.bd.mym@gmail.com
Deleteআর কে ট্রের্ডাস এর পণ্য বিএসটি আই অনুমোদিত “সেইফলি টি" প্যাকেট চা' র ডিলার দেশের সর্বত্র নিয়োগ চলছে।
ReplyDeleteসীমিত টাকায় অধিক লাভ, স্বল্প সময়ে বিজনেসের সার নির্যাস অধিক লাভের কারণেই বুঝতে সক্ষম হবেন। আর তা চা'য়ের গুণগত মানের কারণেই সম্ভব।
আমাদের "সেইফলি টি" নিজে পান করলে বুঝতে পারবেন চা'য়ের গুণগত মান ভালো কি না!
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা
আরে কে ট্রের্ডাস , অলংকার পাহাড়তলী , চট্টগ্রাম্
হটলাইন -01814393060
Nice....mamu koi
Deleteraselmahamud074@gmail.com
Deleteai email a aktu sara din
Bondhu ra khub kom puji te multi lavel marketing er business korun prochur aye..... 9851713203 whatsapp e contact korun
ReplyDeleteBondhu ra khub kom puji te multi lavel marketing er business korun prochur aye..... +919851713203 whatsapp e contact korun
ReplyDeleteঅাপনার ফোন তো বন্ধ বলতেছে।
ReplyDeleteআপনি একটি কিডনি কিনতে চান বা আপনি আপনার বিক্রি করতে চান
ReplyDelete¿কিডনি? এটা আপনি
আপনার কিডনি বিক্রি করার সুযোগ খুঁজছে অর্থের জন্য
আর্থিক ভাঙ্গন এবং আপনি কি করতে হবে জানি না
তাহলে, আজ আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে ভাল অফার করব
আপনার কিডনি জন্য অর্থের পরিমাণ আমার নাম ডক্টর উমার
আমি UMAR ক্লিনিক একটি নেফ্রোলজিক্স করছি আমাদের ক্লিনিক হয়
রেনাল সার্জারি বিশেষ এবং আমরা এছাড়াও চিকিত্সা
কিডনি ক্রয় এবং ট্রান্সপ্ল্যান্টেশন সঙ্গে সঙ্গে
অনুরূপ দাতা
আমরা ভারত, তুরস্ক, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দুবাই, কুয়েতে অবস্থিত
যদি আপনি কিডনি বিক্রি বা কিনতে আগ্রহী হন দয়া করে না
ইমেল মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না
ইমেল: doctorumarclinic@gmail.com
অনন্যচিত্তে
ডিআর উমার
বাকি ৭৮ টি আইডিয়া দ্রুত চাই
ReplyDeleteবাকি ৭৮ টি আইডিয়া দ্রুত চাই
ReplyDelete১ লাখ টাকার মধ্যে ভালো ব্যাবসার আইডিয়া চাই
ReplyDelete১০০০০ টাকা ইনভেস্ট করে যারা মাসে ২৭০০০ টাকা আয় করতে আগ্ৰহী, শুধু তারাই যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোন জায়গায় পয়েন্ট খালি থাকা সাপেক্ষে ডিলার নিতে পারবেন। আগ্ৰহীরা কল করুন। ০১৮৮৬৬০০৬৩৬
Deleteবেশ কিছু ব্যবসায়ের আইডিয়া পাওয়া গেল। আর্টিকেলটির পরবর্তী পর্বটি দিলে আরো ভাল হত। ধন্যবাদ। গ্রামে ব্যবসা করার ১৩টি আইডিয়া নিয়ে একটা লিখেছি। যদি কারো উপকারে আসে......
ReplyDeleteগ্রামে কি ব্যবসা করা যায় – ১৩টি সেরা আইডিয়া
raselmahamud074@gmail.com
ReplyDeleteএটি সাধারণ জনগণকে অবহিত করতে হবে যে হোসম্যাট হাসপাতালের জরুরি অবিলম্বে কিডনি দাতা দরকার, 820,000 মার্কিন ডলারে কিডনি বিক্রি করতে রাজি। আগ্রহী দাতাদের আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করা উচিত: DR.HOSMATHOSPITAL@GMAIL.COM বা আমাদের সদর দফতরে 45 ম্যাগরাথ রোড, রিচমন্ড রোড, ব্যাঙ্গালোর, ভারত। বা +91 9873591114।
ReplyDeleteশুভকামনা, ডাঃ জোসেফ
Vai bolte paren pls soia milk rural area ta soto akare korle cost,,,,,
ReplyDeleteগুড়
ReplyDeleteগ্রামের ব্যবসা আইডিয়া
ReplyDelete