July 27, 2012

আসুন এই গ্রুপ থেকেই হয়ে যাক একটি উদ্যোগের বাস্তবায়ন।

কৈফিয়তঃ
আমাদের বিজনেস প্ল্যান প্রকাশ করার মত অবস্থায় প্রস্তুত আছে কিন্তু পুঁজি সংগ্রহের পদ্ধতি নিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হতে পারে বলে ধারনা করছি তাই সমস্যাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে বরং সবার সামনে নিয়ে আসাটাকেই বাস্তবিক মনে করছি।
আমরা মুলত চাচ্ছি আমাদের এই উদ্যোগে কোন প্রকার কালিমার প্রলেপ না লাগুক।
সমস্যাঃ
আমরা যেহেতু DSE বা SEC থেকে পুঁজি সংগ্রহের জন্য অনুমতি গ্রহন করিনি তাই পুঁজি সংগ্রহ নিয়ে প্রশ্ন উঠা অবান্তর নয়, সেক্ষেত্রে আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়?
আমি একটি সমাধান চিন্তা করেছিঃ
সমবায় সমিতি আইন অনুযায়ী আমরা যদি একটি সমবায় সমিতি গঠন করি এবং সেই সমিতির সদস্য হিসেবে আমরা বিনিয়োগ করি তাহলে আর কোন সমস্যা থাকলনা।
আপনাদের সুচিন্তিত মতামত প্রার্থনা করছি, আপানাদের মতামতের ভিত্তিতে চুরান্ত সিদ্ধান্তে পৌছাতে পারব বলে আশা করছি।
প্ল্যান একটু পরিবরতন করা হল।
আপনার মতামত জানান এই লিঙ্কেঃ
আমার উদ্দেশ্য হচ্ছে ছোট পরিসরে একটি সুয়েটার কারখানা গড়ে তোলা,
৪০ টি নিটিং মেশিন
১২ টি লিঙ্কিং মেশিন
১ টি ওভার লক মেশিন
১ টি ওয়িলিং মেশিন
১ টি পাওয়ার জেনারেটর
ফ্লোর এর জামানত
৩ মাসের ফ্লোর ভাড়া
এক্সেসরিস
৩ মাসের স্রনিক মজুরি
প্রারম্ভিক মারকেটিং খরচ
সব মিলিয়ে আনুমানিক খরচ = ২০০০০০০/=
সম্ভাব্য স্থান = গাজীপুর।
অর্থ সংগ্রহঃ
১০০০/= টাকা শেয়ার
আপনার মতামত জানান এই লিঙ্কেঃ
যে কোন প্রকার প্রশ্ন/যোগাযোগ :
নজরুল ফরাজী
farazinazrul@gmail.com
+8801711731145

No comments:

Post a Comment