১. চাকুরি হারানো, কোম্পানি বন্ধ হওয়া, অবহেলিত হওয়া বা জ্বলেপুড়ে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, তার আগেই নতুন চাকরির সন্ধান করুন।
২. যে কোনো ব্যক্তির সঙ্গে প্রতিটি সাক্ষাৎ ও আলাপ-আলোচনাকে সাক্ষাৎকার হিসেবে দেখুন। বলা তো যায় না, কখন কোন কাজে লাগবে।
৩. নিজে যা পারেন সেটার ওপর বেশি জোর দিন। যা পারেন না তার ওপর জোর দিলে নিজের দুর্বলতাই প্রকাশ পায়।
৪. পেশাগত ক্ষেত্রে অন্তত কাজ পাগল হবেন না। হলফ করে বলতে পারি এতে কোনো সুফল আসবে না। বরং কাজের নিচে চাপা পড়ে মরবেন।
৫. কাজ ও সম্পর্কের সমন্বয় করুন। যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণই গল্পগুজব করে কাটান। শুধু কাজ নয়, সম্পর্কটাও জরুরি।
৬. জিহ্বাটাকে সামাল দিন। বলবেন ২০ শতাংশ, শুনবেন ৮০ শতাংশ। নীরবতার গুরু হোন।
৭. একদিনও চাকরি ছাড়া থাকবেন না। চাকরি হারালে বিনা বেতনে হলেও কোথাও কাজ করতে থাকুন। বসে থাকলেই সর্বনাশ ! অনেক কিছুর সঙ্গে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস হারাবেন।
৮. আপনার প্রাপ্য সম্মানটুকু যে বস আপনাকে দিতে জানে না, সে যত বড় কুতুবই হোক, বুলেটেরও আগে তাকে ছেড়ে যান। নিজের যোগ্যতা ও ব্যক্তিত্বের অমর্যাদা হতে দেবেন না।
৯. নিজের ঢোলটা কাজে নামার আগে বেশি বাজান, কারণ মানুষ এটাই পছন্দ করে। তবে কাজের সময় কাজটাই করুন। কারণ, সফল না হলে পরে আবার ঢোলটা বাজাবেন কীভাবে !
১০. গুরু ধরুন। বিশ্বস্ত কোনো পরামর্শদাতার কথা মেনে চলুন।
আরো কিছু পরামর্শঃ
১) অফিসের কোন জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না এবং না বলে কোনো জিনিস নেবেন না।
২) সহকর্মীদের পিছনে তাদের নামে অন্য সহকর্মীর কাছে বদনাম বা আলোচনা-সমালোচনা কোনটাই করতে যাবেন না।
৩) কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন বিষয়ে কথা বলতে যাবেন না।
৪) আপনি কত বেতন পান-এই কথা যেমন অন্য সহকর্মীদের জানাবেন না, তেমনি অন্যদের বেতনের ব্যাপারটাও খুঁচিয়ে জানার চেষ্টা করবেন না কখনো।
৫) অফিসে সহকর্মীদের সাথে কোনো ধরনের রাজনৈতিক আলাপ করবেন না।
৬) আপনার বা অন্য কারো যৌন জীবন সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ করবেন না কখনোই।
৭) অনলাইনে খুব বেশি সময় কাটাবেন না।
৮) নারী সহকর্মীদের টিজ করা এবং সহকর্মীদের সাথে ডেটিং অবশ্যই এড়িয়ে চলুন।
৯) আপনি অন্য কোথাও জব খুজছেন বা এপ্লাই করেছেন- এটা যেন কোনভাবেই আপনার বর্তমান কর্মস্থলের কেউ ঘুনাক্ষরেও টের না পায়।
১০) অফিসের সময় সূচীটা সবসময় মেনে চলুন। যদি কাজ শেষ করে অফিস থেকে বের হতে ১/২ ঘন্টা সময় বেশিও লাগে তবে তা শেষ করেই বের হবেন।
তথ্যসূত্র : ব্লগার "ষড়ৈশ্বর্য মুহম্মদ"
No comments:
Post a Comment