"চিকিৎসা বিষয়ক তথ্য সহায়তা, কনসালটেন্সি এবং সাপোর্ট সার্ভিস"
[দেশের বাইরে যারা চিকিৎসা করাতে যেতে চান তাদের যথাযথ হসপিটাল, ডাক্তার, মেডিসিন, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন, প্লেন টিকেট, পাসপোর্ট, ভিসা ইত্যাদি বিষয়ে সেবা প্রদান করা]
রেভিনিউ আসবেঃ
# কনসালটেন্সি ফিস
# কমিশন (হোটেল, এয়ার টিকেট এবং অন্যান্য সেক্টর থেকে)
কঠিনভাবে মেইন্টেইন করতে হবেঃ
ডাক্তার, হাসপাতাল বা ঔষধ থেকে কোনো কমিশন নেয়া যাবে না। রোগীর অভিভাবক যে হাসপাতালে যেতে চান বা যে ডাক্তারের কাছে যেতে চান, যাবেন। তাদের কোনভাবে প্রভাবিত করে অন্য কোথাও নেয়া যাবে না। আর যদি তারা না জানেন যে, কোথায় বা কার কাছে যাবেন তাহলে তাদের প্রয়োজন এবং সামর্থ অনুযায়ী সেরা সার্ভিসগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে, তারা তাদের পছন্দ অনুযায়ী বেছে নিবেন।
যাদের বিদেশ ঘুরাঘুরি করতে মন চায় বা ভালো লাগে তারা এই ব্যবসাটি ট্রাই করতে পারেন। সেবা, ভ্রমন ও মুনাফা সবই হবে একসাথে।
আমার খুব পছন্দের বিষয় ।
ReplyDelete