August 13, 2012

কেস স্টাডি : শারমিন রাবেয়া এর জামদানি শাড়ির প্রদর্শনী

দিন ১ : (১১.০৮.২০১২) 
রাবেয়া আপু অফিস এর কাজ সেরে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছেন আইডিয়াবাজ অফিসে । আপু, তানশির ভাই এবং আমি বসে প্ল্যান করে নিলাম । সবার সাথে যোগাযোগ করে করণীয় ঠিক করে নিচ্ছি। ভ্যেনু এক রকম ফাইনাল । ঠিক হল বিকালে ইফতারের পর আমরা ভেনু দেখে ফাইনাল করব ।তবে কিছু সমস্যার কারণে ভ্যেনু দেখে আসা সম্ভব হয়ে উঠেনি আজ।
দিন ২ :(১২.০৮.২০১২)
সকাল থেকে আইডিয়াবাজ অফিসে আগের দিনের প্ল্যানগুলু বাস্তবায়ন এর কাজ এ নেমে পরি আমরা (আমি এবং শারমিন আপু), বিশেষ করে বিজনেস কার্ড, একটা হালকা লোগো, ব্যানার ডিজাইন, শপিং ব্যাগ ডিজাইন ইত্যাদি ।আমাদের নতুন কিছু শাড়ি ঢাকা থেকে এসেছে । টোটাল এখন ৩২ টা । নতুনগুলো একটু উন্নত মানের আগের চেয়ে ।বিকালে ইফতারের পর আমরা ভ্যেনু দেখতে গেলাম এবং হতাশ হয়ে গেলাম বিভিন্ন কারণে
        ১) যে মার্কেটে ঠিক করা হয়েছে সেটিতে মানুষের আনাগোনা হাতে গুনা
        ২) প্লেসটা এক্কেবারে উপরের ফ্লোরে ।
       ৩) এখানে সবগুলু মোটামুটি অফিস টাইপস তাই ভিজিটর কম হতে পারে

আমরা আরও কিছু প্লেস এর ব্যাপারে কথা বললাম। যোগাযোগ করে দেখলাম অন্য কোন উপায় বের করা যায় নাকি? একসাথে চট্টগ্রাম এবং ঢাকায় যোগাযোগ করে দেখা চেষ্টা করছিলাম কিচু করা যায় নাকি
এর মধ্যে চট্টগ্রামের একজন সফল উদ্দোক্তার সাথে কথা বললাম (গ্রুপের সার্কেলের বাইরের ), আসলে আমরা যতটুকু পারছিলাম , যতকিছু করার উপায় আছে সব করার ট্রাই করেছি।
দিন ৩ :(১৩.০৮.২০১২)
ভ্যেনু জটিলতা অবসানের শেষ দিন ছিল আজ । আমাদের হাতে ২টা উপায়
        ক ) আমাদের প্রদর্শনী চালিয় নিয়ে যাওয়া যে কোন ভাবে
        খ ) প্রদর্শনীর ভূত মাথা থেকে নামিয়ে ফেলা
সবার ইচ্ছা প্রদর্শনী হবে যেভাবেই হোক । আমরা সব্বোচ্চ চেস্টা করেছি । আমাদের হাতে ছিল ৩টা অপশন ।
  ( ১ ) আলিয়াসেস ফ্রাসেস
  ( ২ ) UITS এর সামনের স্পেস
  ( ৩ ) আমাদের দেখা কেয়ারি ইলশিয়ামের স্থান
আলিয়াসেস ফ্রাসেস বুকিং বন্ধ এবং UITS এর অধিক খরচ এর কারণে বাকি থাকল আগের স্পেসটা যেটা আমরা আগেই দেখেছি ।
মোশাররফ স্যারের সাথে যোগাযোগ করলাম উনি যেন ভ্যেনুটা নিজে এসে দেখে যান।
এর মধ্যে আমরা কার্ড এবং ব্যাগ ফাইনাল করে ফেললাম ।
ইফতারের পর মোশাররফ স্যার ভ্যেনু ভিজিট করে বললেন, যেভাবে হোক প্রদর্শনী যেন পেছানো না হয় । আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেললাম এখানেই হবে আমাদের প্রদর্শনী।

আমাদের সাথে ইফতেখার সিমন ভাই ছিল। কিছু টীম ওয়ার্ক করে, আমরা পরেরদিনের কাজ ঠিক করে নিলাম ।

(চলবে)

No comments:

Post a Comment