December 8, 2012

ব্যবসায় পণ্যের প্রচার ও প্রসার বা মার্কেটিং

Mahabubur Rahaman Arman 
যেকোনো ব্যবসা এর জন্য মার্কেটিং ব্যাপার টা অত্যন্ত জরুরী। আমরা হয়তো জানি না তবে আমাদের প্রতিনিয়তই এটার প্রয়োজন পরে। অনেকেই ভালো বোঝে এ ব্যাপারে আবার অনেক জ্ঞান নেই বললেই চলে এ ব্যাপারে।একটি পন্য এর বিক্রয়ের আওতা সম্পূর্ণ নিরভর করে ঐ পণ্যের সঠিক মার্কেটিং এর উপর। তো চলুন একটু বিস্তারিত ভাবে জানি কতভাবে পণ্যের মার্কেটিং করা যায়। ধরুন যেকোনো একটি ব্যবসা এর কথাই। চলুন কিভাবে কোন পর্যায় এ কি রকম মার্কেটিং দরকার জেনে নেই।

ধাপ-১. ব্যবসা শুরু করলাম মাত্র। মাত্র ১৫০০০ টাকা। পণ্য বানানোর আর আনানোর পর বলতে গেলে আর টাকাই থাকে না। এখানে মার্কেটিং করতে হবে আপনার। পরিচিত বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করুন। তাদের কে আপনার পণ্য দেখান। তাদের ভালো লাগলে তাদের বলুন “যদি বিক্রি করে দিতে পারিশ তো কমিশন পাবি”। অনেকে
ধাপ-২. আওতা একটু বৃদ্ধি পেলে যেভাবেই হোক ভিজিটিং কার্ড বানিয়ে ফেলুন। প্রতি টা টিশার্ট এর প্যাকেটে একটা করে তা ঢুকিয়ে দিন। পারলে ই-কমারস সাইট গুলোর সাথে যোগাযোগ করুন। বিক্রি বেড়ে যাবে। আস-পাশের শো-রুম গুলূতে যোগাযোগ করুন।
 ধাপ-৩. এবার একটু ব্যাপক ভাবে নামতে হবে। মনোযোগী হোন। এবার হতে পারে আপনার ব্যবসায় এর টারনিং পয়েন্ট। তাই পেপার-পত্রিকা এর ভেতরে লিফলেট দেয়ার চেষ্টা করুন। লিফলেট বিলি করাতেও পারেন। নির্দিষ্ট এলাকা টার্গেট করে এটা করতে পারেন। এবার আপনার বিক্রি দ্বিগুণ হয়ে যেতে পারে।
 ধাপ-৪. এবার আপনার এম্নিতেই অনেক সুনাম থাকবে। তাই কোয়ালিটি ধরে রাখুন। কিছু লিফলেট এর পাশাপাশি কিছু স্টিকার বানান। যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোর ভিতর বাইরে লাগানো যায়! ছড়িয়ে দিন সবখানে। বিক্রি আরো বেড়ে যাবে।
ধাপ-৫. পাবলিক পরিবহন গুলোকে টার্গেট করতে পারেন, আগের ধাপ এ তৈরী করা স্টিকার গুলা এবার ও কাজে লাগান ।
 ধাপ-৬. সোশ্যাল মিডিয়া কে পুরো দস্তুর কাজে লাগান। ফেইসবুক এ বিজ্ঞাপন দিন। বিক্রি কয়েকগুন বেড়ে যাবে।
 ধাপ-৭. আগের সব গুলো পন্থা একত্র করুন।
এভাবে চলতে থাকবে......। ৪ ও ৫ নং ধাপ টা নিয়ে অনেক কন্ট্রোভারসী কাজ করে মানুষের মাঝে... লজ্জা দিয়ে লজ্জা বাচে কিন্তু ব্যবসা চলে না। তাই সাবধান।
এগুলো শুনতে অনেক সাধারন মনে হলেও একটা বাদ দিয়ে আরেকটি করতে গেলে নেহায়েত ধরা খেতে পারেন। কারন পণ্যের জন্য মার্কেটিং যেমন দরকারী ঠিক তেমনি কোনোকিছু অতিরিক্ত ও ভালো না!
ডকটি বানিয়েছি আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে। সাহায্য লাগলে বলবেন আমাকে।

মাহাবুবুর রহমান আরমান পূর্ব বাসাবো, ঢাকা-১২১৪ ফেইসবুকঃ https://www.facebook.com/arshadhin   স্কাইপঃ arazmix :: টুইটারঃ arazmix ফোনঃ 01813854079, 01670724341 ই-মেইলঃ armantring@gmail.com ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TZONEBD

No comments:

Post a Comment