December 8, 2012

নতুন ব্যবসা ঠোঙ্গার কারখানা

Shehab Ahmed in  চাকরি খুঁজব না চাকরি দেব
ভাঙ্গারির দোকান থেকে কাগজ কিনতে পারেন। পঞ্চাশ কেজি ঠোঙ্গা বানাতে লাগবে তিন কেজি আটার সঙ্গে পানি মিশিয়ে আগুনে তাপ দিয়ে বানানো আঠা। দুই কেজি, দেড় কেজি, আধা কেজি ও পোয়া কেজি এই চার সাইজের ঠোঙ্গা বেশি চলে। তাই কাগজ কিনে যে ঠোঙ্গা বানাবেন তা মাপমতো কেটে নিতে হবে। আকার ঠিক রাখতে প্রয়োজনে বাজার থেকে নির্দিষ্ট মাপের একটা করে ঠোঙ্গা সংগ্রহে রাখতে পারেন। ঠোঙ্গার তলায় দেওয়ার জন্য সাইজমতো চারকোনা কাগজ কেটে নিতে হবে। একপাশে ঠোঙ্গার ও তলার কাগজ অন্যপাশে আঠা নিয়ে বসে যেতে হবে। সাইজ করা কাগজগুলো গোল করে দুই মাথা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। অনেকটা পাইপের মতো দেখাবে। চাপ দিয়ে ভাঁজ করে ওজনদার কিছু দিয়ে চেপে রাখতে হবে। চেপে রাখা কাগজের ভাঁজ পড়া দুই পাশ আঙুলে চাপ দিয়ে পাইপের ভেতর ঢুকিয়ে দিতে হবে। এখন আড়াআড়ি দুই পাশ ভেতরের দিকে আর দুই পাশ বাইরের দিকে থাকবে। চারকোনা করে কেটে রাখা একটা কাগজ ভেতরের ভাঁজের ওপরে রেখে বাইরের দিকে থাকা কাগজ দুটি দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল কাগজের ঠোঙ্গা।
এক শ করে ঠোঙ্গা বেঁধে ফেললেই বিক্রি উপযোগী হয়ে যাবে।
প্রয়োজন পুঁজি
প্রথম দিকে শুরু করতে এক হাজার টাকা পুঁজি হলেই চলবে। ৫০ কেজি কাগজ কিনতে লাগবে ১৮ টাকা করে ৯০০ টাকা। আঠা তৈরি করার জন্য তিন কেজি আটা ২৮ টাকা করে ৮৪ টাকা। দরকার পড়বে বানানোর পদ্ধতি শেখা। এ জন্য ঢাকার গোপীবাগ, যাত্রাবাড়ী, হাজারীবাগ, কামরাঙ্গীরচরের কারখানাগুলোতে খোঁজ নিতে পারেন।
কাঁচামাল সংগ্রহ ও লাভ
ভাঙ্গারির দোকানে ব্যবহৃত কাগজ ১৮ টাকা কেজি দরে কেনা যাবে। ৫০ কেজি কাগজে চার সাইজের ঠোঙ্গা হবে ১০ হাজারের মতো। আঠা লাগানোর ফলে ৫০ কেজি ওজনের কাগজের ঠোঙ্গার ওজন একটু বেশিই হয়। চাইলে বিদেশি ম্যাগাজিনের ঠোঙ্গাও বানানো যায়। সে ক্ষেত্রে কাগজ কেনার দামও বেশি পড়বে। দিনে ২৫ কেজি কাগজের ঠোঙ্গা বানানো সম্ভব। বাজারে এক কেজি ঠোঙ্গার পাইকারি মূল্য ৪০ টাকা। সেই হিসাবে ৫০ কেজি ঠোঙ্গার পাইকারি বিক্রয় মূল্য দুই হাজার টাকা। দুই দিনে ৫০ কেজি কাগজের ঠোঙ্গা বানিয়ে এক হাজার টাকা আয় করা সম্ভব। দোকানে গিয়ে বিক্রি করলে দামটা আরো বেশি পাওয়া যাবে।
এটা গেল ঠোঙ্গা এবারে কাগজের ব্যাগ সাথে বানানো যায়।
মূলধন 
কাগজের ব্যাগ তৈরির জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে আনুমানিক ২৮০-৩৩০ টাকা প্রয়োজন হবে। ৫০০ টি ব্যাগ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে ৩৬৮-৪২০ টাকার প্রয়োজন হবে।বিস্তারিত ছবি সহ এখানে দেয়া আছে দেখতে পারেন কাজে আনবেই http://infokosh.bangladesh.gov.bd/detail.php?article_id=212&content_type=0&doc_type=5
ধন্যবাদ সবাইকে

1 comment:

  1. শুভেচ্ছা,

    আমার নাম নাভিদ, আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই আমাদের ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করার জন্য। পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করলে ট্রেডারদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, কোনো বিনিয়োগ ছাড়াই আপনি আমাদের পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করে অর্থ উপার্জন করতে পারবেন।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ!

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে।

    আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Naveed

    Partner Relations Department
    InstaForex Group
    Skype : Naveed IFX (naveed_482)
    e-mail: partners@mail4.instaforex.com
    Facebook: Naveed IFX (facebook.com/profile.php?id=100014438569333)
    Twitter: twitter.com/Naveed_IFX
    Yahoo: Naveed Partners IFX

    ReplyDelete