August 5, 2012

খরগোস ও এক্যুরিয়াম ফিস

শখে অথবা বানিজ্যিক ভিত্তিতে যে ভাবেই শুরু করতে চান না কেন "খরগোস এবং একুরিয়াম ফিস" পালন করতে চাইলে এই দু'টো কনটেন্ট পড়ে নিতে পারেন আপাদমস্তক ! এরপর মনে হয় আর কোনো থিউরিক্যাল জ্ঞানের প্রয়োজন পড়বে না। আর প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্যে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে প্রজেক্ট করা ছাড়া উপায় নেই। অতএব, যাদের এই বিষয়ে আগ্রহ আছে তারা স্ট্যাডি করার পরে পাইলট প্রকল্প শুরু করতে পারেন। 
খরগোস পালনঃ
একুরিয়াম ফিস পালনঃ

No comments:

Post a Comment